পুবের কলম প্রতিবেদকঃ যে ৫ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন ও দুই কেন্দ্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, কেন্দ্র ধরে ধরে এই সাত কেন্দ্রের করোনা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, কমিশনের তরফ থেকে ৩০ আগস্টের মধ্যে নির্বাচন করা নিয়ে কমিশনের তরফ থেকে যে মতামত চাওয়া হয়েছিল, তা জানিয়ে দেওয়া হবে। এই রিপোর্টে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে চাইছে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, তৃণমূলের তরফ থেকে বারবার একথা বলা হচ্ছে যে পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে দিক থেকে বিচার করলে এটাই উপনির্বাচন করানোর জন্য আদর্শ সময়। কারণ এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণের হার এক শতাংশের কাছাকাছি। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত করা হোক।
যদিও রাজ্যের শাসক দল জানে, তারা এমন কথা বললেও বিজেপি এই মুহূর্তে নির্বাচন না করানোর জন্য করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের বিষয়টি তুলে ধরবে। সে ক্ষেত্রে তারা যাতে সফল না হয় তাই কেন্দ্র ধরে ধরে করোনা সংক্রমণের হার নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেসের মতামত জানিয়ে দেওয়া হবে যথা সময়েই।”দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, খড়দহ, ভবানীপুর, গোসাবা আসনে উপনির্বাচন হবে রাজ্য জুড়ে। এই সব কেন্দ্রের কোভিড পরিস্থিতির রিপোর্ট ইতিমধ্যেই সংগ্রহ করেছে রাজ্য। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর সব জায়গায় পরিস্থিতি এখন ভালো। ভবানীপুর এখন কোভিড শূন্য। শান্তিপুর ও গোসাবাও তাই। বাকি জায়গায় ন্যূনতম হয়ে আছে কোভিড পরিস্থিতি। ফলে করোনার কথা ভেবে কোথাও নির্বাচন না করানোর মতো অবস্থা তৈরি হয়নি। নির্বাচন কমিশনকে এই রিপোর্ট দেওয়া হবে।
সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, ” যখন শেষ কয়েক দফার নির্বাচন একসঙ্গে করানোর কথা বলা হয়েছিল, তখন রাজ্যে ছেয়ে গিয়েছিল করোনা সংক্রমণ। তা সত্ত্বেও একাধিক দফায় ভোট করানো হয়েছিল। এখন যখন করোনার হার শূন্য তখন ভোট করানোয় তো বাধা থাকার কথাই নয়।”
আসলে হাতে সময় কমে আসছে তৃণমূলের। নভেম্বর মাসের মধ্যেই উপ নির্বাচন সংঘটিত না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই দ্রুত উপনির্বাচন করাতে হবে এই দাবিতে ফের সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই তৃণমূল নেতা যশবন্ত সিনহা জানিয়েছিলেন, তাদেরকে বিপাকে ফেলতেই গড়িমসি করা হচ্ছে ভোট নিয়ে। এবার তাই দ্রুত উপনির্বাচন চেয়ে ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস।
ব্রেকিং
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট
- ‘গেরুয়ার মাদারিহাটে সবুজের ঝড়’ জয়ী জয়প্রকাশ টোপ্পো
- প্রথমেই ‘প্রথম’ ! ওয়েনাডে প্রিয়াঙ্কার ‘হাত’-এই ভরসা রাখল জনগণ
- উপনির্বাচনে ছক্কা হাঁকাল TMC, সবুজ আবির মেখে জয়োল্লাস কর্মী সমর্থকদের
- হেমন্তের বাজিমাত, ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে জেএমএম জোট
- বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে