পুবের কলম প্রতিবেদক: কলকাতাকে দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রথম থেকেই উদ্যোগী রাজ্য সরকার। এবার সেই লক্ষ্যে আরও একধাপ এগোল কলকাতার পর্যটন শিল্প। শহরের গঙ্গাবক্ষে ভ্রাম্যমান কুড়িটি আসনবিশিষ্ট আধুনিক মানের লঞ্চ-এর যাত্রা শুরুর মধ্যে দিয়ে। মঙ্গলবার এই যাত্রার সূচনা করেন পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন ডাবলু বি ডি সি এর ম্যানেজিং ডিরেক্টর রাজভীর সিং কাপুর।
এই আধুনিক মানের লঞ্চই শীতাতপ নিয়ন্ত্রিত। লঞ্চটিতে ভ্রমণের জন্য ব্যক্তি পিছু ১৯০ টাকা এক ঘন্টার জন্য ভাড়া ধার্য করা হয়েছে। যার মধ্যে কম্প্লিমেন্টারি চা-বিস্কুট পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। পারিবারিক অনুষ্ঠানে বা নিজেদের মতো করে ঘোরার জন্য ভাড়া পাওয়া যাবে এই লঞ্চ। এক ঘন্টার জন্য ভাড়া ৩ হাজার ৬০০ টাকা। পাশাপাশি যে কোনও অনুষ্ঠানে নিজস্ব খাওয়া-দাওয়া, এমনকি নিজস্ব ক্যাটারিং এনে এখানে রান্নাবান্না করারও ব্যবস্থা রাখা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিরহাদ হাকিম বলেন, আগামী দিনে কলকাতার এবং হাওড়ার গঙ্গাবক্ষের দুই পারের ঘাটগুলিকে সুন্দর করে সাজিয়ে তুলে তা দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই গঙ্গার দুই পাড়ে বিউটিফিকেশন এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি ব্রিটেনের টেমস নদীতে যেমন নানান ধরনের ওয়াটার স্পোর্ট এর ব্যবস্থা রয়েছে তেমনি শহর কলকাতার গঙ্গা বক্ষেও সেই ধরনের ওয়াটার স্পোর্ট শুরু করার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।