পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফের পাওয়া গেল ভিন্ন মেজাজে।বুধবার সিএনজি এবং ডিজেল চালিত বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী। উদ্বোধনের পর কসবার পরিবহণ দফতর থেকে বাসটির চালকের আসনে বসে নিজেই স্টিয়ারিং ধরেন ফিরহাদ।পরিবহণ দফতরের কর্মীরাও মন্ত্রীর এই হেন ভূমিকায় উচ্ছসিত।জানা গিয়েছে, কলকাতা-আসানসোল রুটে চালানো হবে এই বাস।
কিছুদিন আগেই সিএনজি বাসের উদ্বোধন করতে গিয়ে প্রথমবার স্টিয়ারিং হাতে চালকের আসনে দেখা যায় পরিবহণ মন্ত্রীকে।
উদ্বোধনের পর ফিরহাদ হাকিম বলেন “পেট্রল ডিজেলের দাম বেড়েই চলেছে। সেই কারণে কীভাবে মানুষের সুরাহা করা যায়, তার জন্য পরীক্ষা নিরীক্ষা আমরা চালিয়েই যাচ্ছি। কিছুদিন আগে একটা সিএনজি চালিত বাস উদ্বোধন করা হয়েছে। কিন্তু দূরপাল্লার ক্ষেত্রে শুধু সিএনজিতে যদি সমস্যা হয়, সে কথা মাথায় রেখে সিএনজি ও ডিজেল চালিত বাস আনা হল”।
রাজ্যের পরিবহণ মন্ত্রী আরও বলেন সিএনজি এবং ডিজেল উভয়য়ের ব্যবস্থা রাখা হচ্ছে। এই পরীক্ষা যদি সফল হয়। তাহলে কেন্দ্র যতই পেট্রল-ডিজেলের দাম বাড়াক না কেন সমস্যা হওয়ার কথা নয়।