পুবের কলম, ওয়েবডেস্ক: আফগানিস্তানের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে চিনের সম্পর্ক। এই দেশটিই তালিবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় সম্পর্ক স্থাপনের মাধ্যমে। বছর কয়েক আগে সেখানে তালিবানরা ক্ষমতা দখলের পর দেশটি তরতর করে এগোচ্ছে উন্নয়নে। নানা ধরনের পরিকাঠামো তৈরি করছে তালিবান সরকার। এ কাজে সাহায্য করছে চিন, ভারত। চিন থেকে প্রথম রেল ট্রানজিট চালান ইরান হয়ে আফগানিস্তানে পৌঁছেছে। চালানটিতে ১ হাজার টন লোহার কয়েল রয়েছে।
এটি ইরানের রেলপথ দিয়ে হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছেছে। আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ আশরাফ বলেছেন, খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের কাজ সম্পন্ন হলে আফগানিস্তানের অর্থনীতির জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং এই অঞ্চলে বাণিজ্য ও ট্রানজিট সম্প্রসারণে একটি উপযুক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তানের ইসলামি আমিরাতের গণপূর্ত মন্ত্রক আফগানিস্তানে বাণিজ্য, ট্রানজিট এবং বর্ধিত পরিবহন সম্প্রসারণে আরও সুবিধা প্রদানের জন্য রেলওয়ে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে।