পুবের কলম প্রতিবেদকঃ ক’দিন আগেই পার্ক স্ট্রিট এলাকার একটি সিনেমা হলে আগুন লেগেছিল। শনিবার ফের আগুন লাগার ঘটনা ঘটে। এদিন নেতাজি নগরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গিয়েছেন এক বৃদ্ধা।
জানা গিয়েছে, বৃদ্ধার নাম বকুল অধিকারী– বয়স ৭২ বছর। আগুন লাগার ঘটনার পরেই সেখানে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। দমকলকর্মীরাই বৃদ্ধার দেহ উদ্ধার করেন। তবে ঠিক কী কারণে বাড়িতে আগুন লাগল, তা বোঝা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।
জানা গিয়েছে, এদিন নেতাজি নগর থানা এলাকার ৪/২৫– বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে আগুন লাগে। ওই ছোট টালির বাড়িতে প্রতিবেশীরাই প্রথম অগ্নিশিখা দেখতে পান এবং তারাই দমকল ও পুলিশে খবর দেন। তড়িঘড়ি দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। ঘটনাস্থলে আসে নেতাজি নগর থানার পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলকর্মীরাই বাড়ির তালা ভেঙে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে। ওই বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু শরীরের অধিকাংশই পুড়ে যাওয়ায় প্রাণে বাঁচেননি তিনি। এই ঘটনার পর সেখানে যান স্থানীয় কাউন্সিলর। তিনি পরিবারের পাশে থাকার কথা বলেন। এদিকে প্রতিবেশীরা জানাচ্ছেন, বকুলদেবীর একটি হাত অবশ– মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন ছিলেন। ছেলের সঙ্গেই থাকতেন। এদিন ছেলে বেরিয়ে যাওয়ার পর নিজেই ঘরে তালা দিয়েছিলেন। বাড়িতে আগুন লাগার পর নিজেই ঘর থেকে বেরনোর চেষ্টা করেন, কিন্তু কোনওভাবে বেরতে পারেননি। ঘরের মধ্যেই ঝলসে মারা যান।