মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 144
পুবের কলম, ওয়েবডেস্ক: মিরিকের গয়াবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে দুই পর্যটকের। আহত একাধিক। আতঙ্কিত অন্যান্য পর্যটকরা।
আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পর্যটক বোঝাই গাড়িটি সুখিয়া থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বলে খবর। মিরিকের গয়াবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় মৃত এক পর্যটকের নাম তারকি লামা। সিমিনা এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।