পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হতে চলেছে বালিগঞ্জ এবং আসানসোল রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচন। পদ্ম ছেড়ে এবার বাবুল সুপ্রিয় এবার তৃণমূলে। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শুন্য হওয়া বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়ছেন বাবুল। অন্যদিকে ঘাসফুলে যোগ দিয়ে তাঁর ছেড়ে আসা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন শত্রুঘ্ন সিনহা।
বালিগঞ্জে বিজেপি থেকে তৃণমূলে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলের প্রার্থী। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ, সিপিএম প্রার্থী সায়রা হালিম। অন্যদিকে আসানসোলে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সিপিএমের পার্থ মুখোপাধ্যায়।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারে বালিগঞ্জ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লাখ। মোট ৩০০টি বুথ রয়েছে। তার মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ । প্রতিটি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি বুথে দু’জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ২০০ মিটারের বাইরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দুই–ই থাকবে।
মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। থাকছে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং। প্রতিটি বুথই স্পর্শকাতর