অটোয়া, ২৪ অক্টোবরঃ ঘোর বিপাকে কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোকে পদত্যাগের ডেডলাইন বেঁধে দিলেন তাঁর দলেরই এমপিরা। ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগের সময় বেঁধে দেওয়া হয়েছে ট্রুডোকে।
Read More: ‘ডানা’… রাতভর নবান্ন থেকে নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা
কানাডার সংবাদমাধ্যম সিবিসি এক প্রতিবেদনে বলেছে, লিবারেল পার্টির ২৪ এমপি ট্রুডোর পদত্যাগের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন।
চিঠিতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে বলে উল্লেখ্য করা হয়েছে। এক বৈঠকের পর ট্রুডোর পদত্যাগের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। তবে বেঁধে দেওয়া ডেডলাইনের মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা উল্লেখ করা হয়নি।
Read More: নতুন উপাচার্য পেলেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত, টানা ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী পদে রয়েছেন জাস্টিন ট্রুডো।
ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে নিজ দলের মধ্যেই চাপে পড়েছেন ট্রুডো। এমপিদের পদত্যাগের দাবি আদৌও মানবেন কি! বলবে সময়ই।
2 Comments
Pingback: নাসরুল্লাহর চাচাতোভাই হাশেম সাফিউদ্দিনও নিহত, নিশ্চিত করল হিজবুল্লাহ - PuberKalom.com
Pingback: গরীবের ত্রাতা হিসাবে দানার আগেই সুন্দরবনে হাজির কান্তি গাঙ্গুলি - PuberKalom.com