পুবের কলম, ওয়েবডেস্কঃ হিমাচলপ্রদেশে মধুচন্দ্রিমায় গিয়ে গৃহবধূর রহস্যমৃত্যু। স্বামীর দাবি সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হয়েছে স্ত্রীয়ের। ঘটনায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মৃতার নাম জয়িতা দাস।
পুলিশ সূত্রে খবর, গত ২০ ফেব্রুয়ারি আগরপাড়ার জয়িতা দাসের সঙ্গে বিয়ে হয় দমদম পাইকপাড়ার রাহুল পোদ্দারের। এরপরেই ৪ মার্চ মধুচন্দ্রিমাযাপনের উদ্দেশে হিমাচলের উদ্দেশে পাড়ি দেন তারা। এর পর হঠাৎ এই দুর্ঘটনার খবর।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, কল্পায় সেলফি তোলার সময়ে পাহাড় থেকে পা হড়কে পড়ে যান জয়িতা। হিমাচলের খাদে পড়ে মৃত্যু হয়েছে তার। ৪ মার্চ হিমাচলে মধুচন্দ্রিমায় যান আগরপাড়ার দম্পতি। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ৫০০ মিটার নিচে পড়ে যায় গৃহবধূর দেহ। তার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি দুর্ঘটনাপ্রবণ এলাকা বলেই পরিচিত। সেই সম্পর্কে তথ্য না থাকায় এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
জয়িতা দাসের দিদি মৌমিতা দত্ত জানিয়েছেন, যে হিমাচল প্রদেশের পুলিশ তাঁদের ফোনে করে জানিয়েছে যে তার বোন পাহাড় থেকে পড়ে গেছেন। পরিবারের তরফ থেকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দেহের পোস্টমর্টেম হবে বলেও জানানো হয় তাঁদের। জেলা হাসপাতালে মৃতদেহ রয়েছে।
মৃতার বাবা জানান, দুপুরের দিকে একটি ফোন আসে তার কাছে। পুলিশ জানায়, হিমাচলে একটি মৃতদেহ পাওয়া গেছে। শনাক্ত করতে হবে। কথা বলেই কান্নায় ভেঙে পড়েন মৃতার বাবা।