লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, ২৩ মার্চ বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 104
পুবের কলম, ওয়েবডেস্ক: দোড়গোড়ায় কড়া নাড়ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। মহাযুদ্ধের রণকৌশল ঠিক করতে মাঠে নেমে পড়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, ছাব্বিশের ভোটের রোড ম্যাপ ঠিক করতেই আগামী ২৩ মার্চ বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেল। সোশাল মিডিয়ার বৈঠকের আগে দক্ষিণ কলকাতাজুড়ে ছেয়ে গেল পোস্টার ও পতাকা। নতুন ফর্মে দেখা যাচ্ছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
আরও পড়ুন: কর্নাটকে পাস মুসলিম কোটা বিল, বিধানসভায় প্রতিবাদে বিজেপি
তৃণমূল সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৩ মার্চ গাঙ্গুলিবাগানে হবে এই বৈঠক।আর তারই প্রস্তুতি হিসাবে পতাকায় লেখা হয়েছে ‘অধিনায়ক অভিষেক’। দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, “সোশাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা।”
বিরোধীদের সমস্ত জল্পনা উড়িয়ে আবার স্বমহিমায় দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক যে দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ বৃহস্পতিবার বিধানসভার একটি বৈঠক থেকে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ মার্চ লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফর থাকাকালীন দলের রাশ অভিষেক এবং সুব্রত বক্সীর হাতে থাকবে বলেও স্পষ্ট করে দেন তিনি। মমতার অনুপস্থিতিতে ‘যৌথ নেতৃত্ব’ অর্থাৎ সুব্রত-অভিষেকের মিশেল দেখতে চলেছে রাজ্য।