পুবের কলম, ওয়েবডেস্কঃ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও ফের বিধানসভায় ধুন্ধুমার। এদিন রাজ্যপালের ভাষণ চলাকালীন বার বার ব্যাঘাত ঘটানোর জন্য দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হল। অসংসদীয় কাজকর্মের অভিযোগে এই দুই বিজেপি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে।
অধিবেশনের শুরুর দিনে রাজ্যপালের ভাষণ শুরুর সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল বিধায়করা রাজ্যপালকে সংবিধানের সম্মান রক্ষায় ভাষণ দেওয়ার অনুরোধ জানান। এর পর রাজ্যপাল ধনকর ভাষণের প্রথম ও শেষলাইন পড়েই কক্ষ ত্যাগ করেন।
WB Guv:
There can be no justification to sanctify, much less applaud, ‘gherao/blockade’ of Guv in the hallowed precincts of august WBLA.
Reflect !!
Where are we heading !
and Why !
Hon’ble CM applauding What ! “Disorder” in House !
We all need to work to blossom democracy. pic.twitter.com/CpxKkoJB6d— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 9, 2022
এদিকে আজ মুখ্যমন্ত্রীকে কট্টাক্ষ করে এক ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল ট্যুইটে লেখেন, ‘ঘেরাও কিংবা অবরোধ’-এর প্রশংসা করার অথবা এর পিছনে কোনও যুক্তি খোঁজার কারণ থাকতে পারে না। কোথায় যাচ্ছি আমরা! কেনই বা এটা করা হচ্ছে! অধিবেশনকক্ষের ভিতরের ‘অব্যবস্থা’কে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাধুবাদ জানালেন! গণতন্ত্রকে প্রস্ফূটিত করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।