বীরভূমে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের

- আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার
- / 17
কৌশিক সালুই বীরভূম :- সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল তিন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাকরতলা থানার হজরতপুর গ্রামে। মৃতদের শোকার্ত পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তিরা হলেন নির্মাণ কর্মী স্বপন বাদ্যকর বয়স ৪৬ এবং তার সহকারী অমৃত বাদ্যকর বয়স ৩২ এবং বাড়ির মালিক সনাতন ধীবর বয়স ৪৯ বছর। বাড়ি হজরতপুর গ্রামে। গত শনিবার সন্ধ্যায় সনাতন ধীবরের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ঢাকনা খোলেন নির্মাণ কর্মী স্বপন। তৎক্ষণাৎ বিষাক্ত গ্যাসে সেপটিক ট্যাংক এর মধ্যে তলিয়ে যান ওই নির্মাণ কর্মী। তার পরিণতি দেখতে গিয়ে সেখানে একই ভাবে তলিয়ে যান বাড়ির মালিক সনাতন। দুজনকে তলিয়ে দেখতে তৎক্ষণাৎ উদ্ধারের জন্য সহকারি কর্মী অমৃতরও একই পরিণতি হয়।
মুহূর্তের মধ্যেই তিনজনের বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ডোমকল বাহিনী মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। রবিবার তাদের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের তুলে দেওয়া হয়। এদিকে জেলা পরিষদের সভাধিপথিত তথা সিউড়ি বিধায়ক এবং স্থানীয় জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য আখি অধিকারী নিহতর পরিবারদের পাশে গিয়ে দাঁড়ান। দলের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সাহায্য করা হয় পাশাপাশি বেসরকারি চাকরি জাতীয় ঐ পরিবার তাই তার জন্য দলের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। বিকাশ রায়চৌধুরী বলেন,” মর্মান্তিকভাবে তিনজনের মৃত্যু হয়েছে। আমরা দলের পক্ষ থেকে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস গিয়েছি”।