১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘আল্লাহ’ বলায় তিন নাবালককে বেধড়ক মার , বিক্ষোভ মধ্যপ্রদেশে, মোতায়েন পুলিশ

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার
  • / 79

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইসলাম ধর্মের অনুসারী তারা। এক আল্লাহে বিশ্বাসী। বিপদে-আপদে তাঁকেই ডাকে। এতেই অভ্যস্ত তারা। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জয় শ্রী রাম না বলায় বেধড়ক মারধর ৩ মুসলিম নাবালককে।  শুধু তাই নয়, এলোপাথাড়ি চড়-থাপ্পড়ের পাশাপাশি জুতো খুলেও বেলাগাম মারধর করে তারা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম এলাকায়। ঘটনাটি দেড় মাস পুরানো হলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে।

এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে। সহকারি পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে থানার সামনে থেকে বিক্ষোভ তোলেন প্রতিবাদীরা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হয়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এক্সে তিনি লেখেন, ‘এ কেমন সমাজ, যেখানে নিজের ভগবানের প্রতি তো ভক্তি নেই-ই, অন্য ধর্মের লোকজনকে মারধর করে।ভেবে দেখুন এরা কোন সমাজে বড় হয়েছে, এদের শিক্ষা কেমন। এরা তো গণপিটুনির কোর্স করে ফেলেছে। প্রশ্ন হল, বিজেপি-র মুখ্যমন্ত্রী নিজে এদের মালা পড়িয়ে পুরস্কৃত করেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিগ্রহের শিকার হওয়া তিন বালকের বয়স ৬ বছর, ৯ বছর এবং ১১ বছর। ঘটনার সূত্রপাত ধুমপানকে কেন্দ্র করে। অভিযুক্ত যুবক ওই তিন নাবালকের মধ্যে একজনকে চড় মেরে প্রশ্ন করে সে সিগারেট খাবে কিনা। ব্যথা পেয়ে আল্লাহ বলে চিৎকার করে ওঠে সে। এরপর বেজায় চটে যায় অভিযুক্ত। চিৎকার করে বলে  ‘কি বললি তুই আল্লাহ!’ বলে ফের চড় মারে। রেহাই পায়নি তার সঙ্গে থাকা বাকি দুই জন। বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আল্লাহ’ বলায় তিন নাবালককে বেধড়ক মার , বিক্ষোভ মধ্যপ্রদেশে, মোতায়েন পুলিশ

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইসলাম ধর্মের অনুসারী তারা। এক আল্লাহে বিশ্বাসী। বিপদে-আপদে তাঁকেই ডাকে। এতেই অভ্যস্ত তারা। এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে জয় শ্রী রাম না বলায় বেধড়ক মারধর ৩ মুসলিম নাবালককে।  শুধু তাই নয়, এলোপাথাড়ি চড়-থাপ্পড়ের পাশাপাশি জুতো খুলেও বেলাগাম মারধর করে তারা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রতলাম এলাকায়। ঘটনাটি দেড় মাস পুরানো হলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে।

এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় সেখানে। সহকারি পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে থানার সামনে থেকে বিক্ষোভ তোলেন প্রতিবাদীরা।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হয়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এক্সে তিনি লেখেন, ‘এ কেমন সমাজ, যেখানে নিজের ভগবানের প্রতি তো ভক্তি নেই-ই, অন্য ধর্মের লোকজনকে মারধর করে।ভেবে দেখুন এরা কোন সমাজে বড় হয়েছে, এদের শিক্ষা কেমন। এরা তো গণপিটুনির কোর্স করে ফেলেছে। প্রশ্ন হল, বিজেপি-র মুখ্যমন্ত্রী নিজে এদের মালা পড়িয়ে পুরস্কৃত করেন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিগ্রহের শিকার হওয়া তিন বালকের বয়স ৬ বছর, ৯ বছর এবং ১১ বছর। ঘটনার সূত্রপাত ধুমপানকে কেন্দ্র করে। অভিযুক্ত যুবক ওই তিন নাবালকের মধ্যে একজনকে চড় মেরে প্রশ্ন করে সে সিগারেট খাবে কিনা। ব্যথা পেয়ে আল্লাহ বলে চিৎকার করে ওঠে সে। এরপর বেজায় চটে যায় অভিযুক্ত। চিৎকার করে বলে  ‘কি বললি তুই আল্লাহ!’ বলে ফের চড় মারে। রেহাই পায়নি তার সঙ্গে থাকা বাকি দুই জন। বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।