কেরলের হোটেলে আত্মঘাতী একই পরিবারের তিন জন
ইমামা খাতুন
- আপডেট :
৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 17

প্রতীকী ছবি
পুবের কলম,ওয়েবডেস্ক: কেরলের হোটেল থেকে উদ্ধার হল চেন্নাইয়ের এক দম্পতি ও তাঁদের কন্যার দেহ। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, দিন কয়েক আগেই হোটেলে উঠেছিলেন ওই দম্পতি। বুধবার রাতে হোটেল ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তাঁরা। বুধবার রাতে হোটেলের ঘর না ছাড়ায় হোটেলের এক কর্মী ওই দম্পতিকে ডাকতে যান।
বার বার ডাকার পরেও সাড়া না পেয়ে হোটেলের ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকতেই ৩ জনের ঝুলন্ত দেহ দেখতে পায়। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট।
পুলিশের দাবি, সুইসাইড নোটে আর্থিক অনটনের কথা লেখা রয়েছে। তার জেরেই এই চরম সিদ্ধান্ত বলে সুইসাইড নোটে লেখা ছিল। তবে চেন্নাইয়ের বাসিন্দা কেরলের হোটেলে কেন আত্মঘাতী হতে গেল, তা ভাবাচ্ছে পুলিশকে।