পুবের কলম, ওয়েবডেস্ক: ক্রমশই এগিয়ে আসছে রামলালার মূর্তি স্থাপনের দিন। গোটা উত্তরপ্রদেশ জুড়েই উন্মাদনা তৈরি হয়েছে। আগামী ২২ জানুয়ারি সেই প্রতীক্ষিত দিন। ওই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকতে চলেছেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন করা হবে রামলালার মূর্তি। তবে এই উদ্বোধনের তালিকায় নাম নেই বলিউডের তিন খানের।
নির্দিষ্ট দিনে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউডের বিশিষ্ট তারকাদের। দেশজুড়ে বিনোদন মহল থেকে শুরু করে ক্রিকেটের নক্ষত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু বলিউড নয়, আমন্ত্রণ পেয়েছেন দক্ষিণের অনেক তারকাই। তবে তালিকায় নেই শাহরুখ, সলমন ও আমির খানের।
কিন্তু সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, টাইগার শ্রফ, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয় লীলা বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, কাজল, কঙ্গনা রানাউত, সানি দেওল, আদিত্য চোপড়া, রাজকুমার হিরানি, মুকেশ আম্বানি থেকে অনেকেই। অন্যদিকে, দক্ষিণের মঞ্চে আমন্ত্রণ পেয়েছেন প্রভাস, কমল হাসান, ধনুশ, চিরঞ্জীবি, রামচরণ সহ রাজামৌলী এবং অন্যান্যরা। কিন্তু, এসবের মাঝে যারা নিমন্ত্রণ পাননি তারা হলেন বলিউডের তিনটে বড় নাম।
কিন্তু তিন খানের নাম সেই তালিকায় না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রীড়াজগতের মধ্যে রয়েছে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, কপিল দেব, গাভাস্কার, সুনীল ছেত্রী। এছাড়াও নিমন্ত্রণ পেয়েছেন, টেলিভিশনের জনপ্রিয় রাম এবং সীতা। অরুণ গোভিল ও দীপিকা চিখলিয়া।
তবে আমন্ত্রণ পাননি রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণে’ লক্ষ্ণণের ভূমিকায় অভিনীত সুনীল লাহিড়ী। এই প্রসঙ্গে সুনীল জানিয়েছেন, তাঁর এই বিষয়ে কোনও আক্ষেপ নেই। হয়তো আমার চরিত্রটি ওদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। তাই আমন্ত্রণ জানানো হয়নি তাকে।