৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে এল হুমকি ফোন ‘২৬/১১’ কায়দায় হামলা চালানো হবে, মুম্বইতে জারি হাই অ্যালার্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 9

'২৬/১১' --- মুম্বই হামলার ছবি, গুগল থেকে সংগৃহীত, (ফাইল চিত্র)

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে দুটি অস্ত্রবোঝাই নৌকা উদ্ধার হয়েছিল। কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল। গত বৃহস্পতিবারের এই ঘটনায় হাই অ্যালার্ট জারি করে প্রশাসন। তার ঠিক দুদিন পরে এবার এল হুমকি ফোন। ফের মুম্বইজুড়ে জঙ্গি আতঙ্ক। পাকিস্তান থেকে আসা ওই ফোনে বলা হয়, ‘২৬/১১’ এর মতো হামলা হবে। শনিবার ফের সন্ত্রাসবাদী হানায় গোটা মারাঠাভূম।

মুম্বইয়ের একটি ট্রাফিক কন্ট্রোল সেলে এই ফোন কল আসে হোয়্যাটস অ্যাপ মারফত। তার পরে শুরু হয় তৎপরতা। সাইবার ক্রাইম দফতর মারফত খবর, এই ফোন কলটি এসেছিল পাকিস্তানের আইপি অ্যাড্রেস থেকে। লোকেশনও শনাক্ত করতে পারা গেছে বলে খবর। হুমকি ফোনে স্পষ্টতই বলা হয়, আক্রমণ করা হবে মুম্বইয়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অন্য  তদন্তকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এই ফোন কলটি নিছকই মজা করার জন্য হয়েছিল, কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন: বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড়ের হরিহরেশ্বর ঘাটে অস্ত্রবোঝাই নৌকো বাজেয়াপ্ত

 

২০০৮ সালের ২৬ নভেম্বর একের পর এক জঙ্গি হামলায় কেঁপে ওঠে বাণিজ্যনগরী। ঘটনায় ১০টি বেশি ধারাবাহিক গুলি চালনা ও বোমা বিস্ফোরণের ঘটনা গোটা দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। ১০ লস্কর জঙ্গি হামলা চালায় মুম্বইয়ের একাধিক স্থানে। চারদিন ধরে চলে সেই লড়াই।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান থেকে এল হুমকি ফোন ‘২৬/১১’ কায়দায় হামলা চালানো হবে, মুম্বইতে জারি হাই অ্যালার্ট

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই মহারাষ্ট্রের রায়গড় উপকূল থেকে দুটি অস্ত্রবোঝাই নৌকা উদ্ধার হয়েছিল। কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল। গত বৃহস্পতিবারের এই ঘটনায় হাই অ্যালার্ট জারি করে প্রশাসন। তার ঠিক দুদিন পরে এবার এল হুমকি ফোন। ফের মুম্বইজুড়ে জঙ্গি আতঙ্ক। পাকিস্তান থেকে আসা ওই ফোনে বলা হয়, ‘২৬/১১’ এর মতো হামলা হবে। শনিবার ফের সন্ত্রাসবাদী হানায় গোটা মারাঠাভূম।

মুম্বইয়ের একটি ট্রাফিক কন্ট্রোল সেলে এই ফোন কল আসে হোয়্যাটস অ্যাপ মারফত। তার পরে শুরু হয় তৎপরতা। সাইবার ক্রাইম দফতর মারফত খবর, এই ফোন কলটি এসেছিল পাকিস্তানের আইপি অ্যাড্রেস থেকে। লোকেশনও শনাক্ত করতে পারা গেছে বলে খবর। হুমকি ফোনে স্পষ্টতই বলা হয়, আক্রমণ করা হবে মুম্বইয়ে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অন্য  তদন্তকারী সংস্থাগুলিকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এই ফোন কলটি নিছকই মজা করার জন্য হয়েছিল, কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

আরও পড়ুন: বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড়ের হরিহরেশ্বর ঘাটে অস্ত্রবোঝাই নৌকো বাজেয়াপ্ত

 

২০০৮ সালের ২৬ নভেম্বর একের পর এক জঙ্গি হামলায় কেঁপে ওঠে বাণিজ্যনগরী। ঘটনায় ১০টি বেশি ধারাবাহিক গুলি চালনা ও বোমা বিস্ফোরণের ঘটনা গোটা দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। ১০ লস্কর জঙ্গি হামলা চালায় মুম্বইয়ের একাধিক স্থানে। চারদিন ধরে চলে সেই লড়াই।