নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি: রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে গত ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মহাকুম্ভে মৌনী অমাবস্যার দিনে হাজার হাজার তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। খাড়্গরে এই মন্তব্যের বিরোধিতা করে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পাল্টা বলেন, খাড়্গে আপত্তিকর মন্তব্য করেছেন। নিজের দাবির সমর্থনে খাড়্গেেক প্রমাণ পেশ করতে বলেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের সুরে সুর মিলিয়ে বলেছেন, মহাকুম্ভে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে খাড়্গে যে অভিযোগ করছেন, সেসম্পর্কে প্রমাণ পেশ করুন। আরেক কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্য, খাড়্গরে মন্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। উল্লেখ্য, ইতিমধ্যে সমাজবাদী পার্টির সাংসদ রাম গোপাল যাদবও মহাকুম্ভে দুর্ঘটনায় মৃতের সংখ্যা হাজার হাজার বলে দাবি করেছেন। সেই বিতর্ক সংসদে চলমান।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কেন্দ্রে কংগ্রেসশাসিত সরকার থাকাকালীন কুম্ভে মৌনী অমাবস্যার দিনে ঘটা দুর্ঘটনাগুলিতে মৃতের সংখ্যা প্রসঙ্গে পাল্টা খতিয়ান পেশ করেছেন। তিনি দাবি করেছেন, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালীন ১৯৫৪ সালে মৌনী অমাবস্যার দিনে কুম্ভে ৮০০জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। এরপর ১৯৮৬ সালে রাজীব গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েও কুম্ভমেলায় দুর্ঘটনায় ২০০জন তীর্থযাত্রীর প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনাগুলির দায় নিয়ে কংগ্রেসের জবাবদিহি করা উচিত।
চলতি বছরে মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পরে নতুন করে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর, ওই দুর্ঘটনায় ৬জন তীর্থযাত্রী জখম। দুর্ঘটনাটি ঘটেছে ফানুস ফেটে। জখমদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের একজনের অবস্থা আশঙ্কাজনক।