পুবের কলম প্রতিবেদক: করোনা সংক্রমণ ও টিকিট কাউন্টারে ভিড় ঠেকাতে এতদিন বন্ধ ছিল টোকেন ব্যবস্থা। এবার সেই পুরনো পদ্ধতিতেই কলকাতা মেট্রোতে যাতায়াত করা যাবে। নির্দিষ্ট গন্তব্যের জন্য টাকা দিয়ে কেনা যাবে টোকেন। বৃহস্পতিবার থেকে চালু হল টোকেন। এবার থেকে কলকাতা মেট্রোর সব স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে টোকেন। শুধু তাই নয়– কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন কেনা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত– আগে থেকেই একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছিল যে– ২৫ নভেম্বর– বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ব্যবস্থা চালু হবে। পূর্ব ঘোষণা মতোই এদিন তা চালু হয়েছে। স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরাও। প্রতিবেদক বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে প্রতিক্রিয়াও নিয়েছেন।
এদিন কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড এসেছেন জয়ন্ত বিশ্বাস। তিনি নিউ মার্কেটে শীতের পোশাক কিনতে এসেছেন। এক প্রশ্নের জবাবে জয়ন্তবাবু বলেন– সব সময় এদিকে আসা হয় না। তবে মাঝে মধ্যেই আসতে হয়। টোকেন না থাকায় বাধ্য হয়ে একশো টাকা দিয়ে স্মার্ট কার্ড কিনতে হয়েছিল। এবার যেহেতু টোকেন চালু হয়ে গেল– আর বাড়তি টাকা দিয়ে কার্ড কিনতে হবে না। প্রয়োজন অনুযায়ী টোকেন ব্যবহার করতে পারব।
অন্যরাও একই কথা বলছেন। টোকেন হাতে নিয়ে স্যানিটাইজার ব্যবহার করছেন সচেতন যাত্রীরা। এদিকে রেলের তরফে বলা হয়েছে– টোকেন থাকলেও যাত্রীরা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন। ভিড় এড়াতে আগের থেকে বেশি মেট্রো চলছে।