কলকাতাFriday, 7 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, মন্দির কর্তৃপক্ষের নির্দেশিকা জেনে নিন

mtik
January 7, 2022 5:03 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ অত্যন্ত দ্রুতগতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এবার বন্ধ করে দেওয়া হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। আগামী ১১ জানুয়ারি থেকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। শুধুমাত্র সেবাইতরা পালা করে পুজো করতে পারবেন। তবে ভক্তদের জন্য আপাতত প্রবেশ নিষিদ্ধ। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, একটি মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১-২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে মন্দির। সাধারণ দর্শনার্থীরা ২ নম্বর গেট দিয়ে ঢুকে ৪ নম্বর গেট দিয়ে বের হতে পারবেন। দুটি গেটই খোলা থাকবে। স্যানিটাইজার টানেল দিয়ে যেতে হবে। তবে কোভিড গাইড লাইন মেনে পুজো দিতে পারবেন ভক্তরা। শুক্রবার থেকেই মাইকিং করে প্রচার করা হচ্ছে।

এদিকে, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য রয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সাগরে কোভিডবিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখবে ওই কমিটি। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন।

এদিকে বাড়বাড়ন্ত করোনার মধ্যেই অনুমতির আগে গঙ্গাসাগর মেলায় আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। করোনা বিধি মানার বিষয়টি নিয়ে এতটুকু ফাঁক রাখতে রাজি নন কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকরা। ইতিমধ্যেই কলকাতা বাবুঘাট সংলগ্ন গঙ্গাসাগর মেলার ক্যাম্পের প্রস্তুতি খতিয়ে দেখলেন ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার সহ পুলিশ আধিকারিকরা। মাস্ক পরা স্যানিটাইজার ব্যবহার করা থেকে শুরু করে সমস্ত কোভিড বিধি মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি আগত পুণ্যার্থীদের বডি টেম্পারেচার মাপা থেকে শুরু করে রেপিড টেস্ট করা হচ্ছে নিয়ম মেনে। পুণ্যার্থীদের কোভিড বিধি মেনে মাস্ক পড়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। যদি কেউ তা না মানেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল- রুপেশ কুমার।