পুবের কলম প্রতিবেদক: ফের দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজ্যেও একই অবস্থা। রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডাক্তার– পুলিশের পর এবার করোনার ভয় দেখা দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র দফতরে। শুধু তাই নয়– সিবিআই অফিসেও করোনা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। তাই ওই দুই সংস্থায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। ইডির কলকাতা অফিসে ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত ইডি দফতরের কেউ করোনা আক্রান্ত হননি। তবুও আগাম সুরক্ষার কথা ভেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। সতর্কতা হিসাবে চালু হয়েছে ৫০ শতাংশ হাজিরাও। যাঁরা অফিসে আসবেন, তাঁদের মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি।
অন্যদিকে– সিবিআইয়ের কলকাতা শাখায় এই পর্যন্ত ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে বলে খবর তাই ইডির মতো তারাও ওয়ার্ক ফ্রম হোমের চিন্তা-ভাবনা করছে। সিবিআই সূত্রে খবর– নিজাম প্যালেস ও সল্টলেকের সিজিও কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন অফিসার আক্রান্ত। তাঁদের মধ্যে সিনিয়র অফিসার রয়েছেন।