পুবের কলম প্রতিবেদক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (ইউজি নিট)-২০২৫ পরীক্ষা নেওয়া হবে পেন অ্যান্ড পেপার মোডে ওএমআর- শিটে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর সিদ্ধান্ত, চলতি বছর খাতায় এবং কলমেই এই পরীক্ষা নেওয়া হবে। একদিনে একটা নির্দিষ্ট সময়ে ওএমআর শিটে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা নেওয়া হবে একদিনে, এক অর্ধে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনটিএ।
গত মাস পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক এই সিদ্ধান্তে আসতে পারেনি যে, ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন অ্যান্ড পেপার মোডে নাকি কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে হবে। এদিনের ঘোষণার মধ্যে এটা অন্তত পরিষ্কার হয়ে গেল চিরাচরিত পদ্ধতির মতোই ডাক্তারিতে ভর্তির নিট ইউজি পরীক্ষা পেন-কাগজ পদ্ধতিতেই নেওয়া হতে চলেছে। খুব শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত ঘোষণা করে দেওয়া হবে।