পুবের কলম, ওয়েবডেস্কঃ এবার কলকাতা পুরসভার তরফে শিয়ালদহ স্টেশনে চালু করা হল কোভিড পরীক্ষা কেন্দ্র। মূল লক্ষ্য, গঙ্গাসাগরে আসা যাত্রীরা। তবে সাধারণ যাত্রীদের পরীক্ষা করাতে কোনও বাধা নেই। এছাড়াও বাবুঘাটে গঙ্গাসাগরের যে ট্রানজিট ক্যাম্প করা হয়েছে সেখানে আরটিপিসিআর ক্যাম্প করেছে কলকাতা পুরসভা। অন্যান্য রাজ্য থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর টেস্ট করানো হচ্ছে। এখানেই ৬ ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে। প্রত্যেক বছরেই গঙ্গাসাগর মেলা যাওয়ার আগে, আউটরাম ঘাটে ভিড় জমান পূণ্যার্থীরা। এবারেও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই প্রায় তিনহাজার পূণ্যার্থী ভিড় জমিয়েছেন গঙ্গাসাগর মেলায়।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ৭১ শতাংশ রোগীই ওমিক্রন আক্রান্ত। ৩.৭ শতাংশ রোগী ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। শিশুদের মধ্যেও ৬৯.২ শতাংশ ওমিক্রন আক্রান্ত। জোড়া টিকাকরণের পরেও হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। এদিকে, শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে আদালত। কোভিড বিধি মানা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে তিন সদস্যের কমিটি। এই তিন সদস্যের কমিটিতে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন।
তবে মেলায় ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছে আদালত। সঙ্গে নজরদারির জন্য রয়েছে তিন সদস্যের একটি কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। সাগরে কোভিড বিধি মেনে মেলা হচ্ছে কি না সে দিকে নজর রাখবে ওই কমিটি। হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, ওই কমিটির সদস্যেরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন।