মুম্বাইয়ের বিরুদ্ধে জিতেও বলয় ছাড়লেন এই আরসিবি প্লেয়ার, নেপথ্যে কি রয়েছে !

- আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক : মুম্বাইয়ের বিরুদ্ধে জিতেও , সুখ দীর্ঘস্থায়ী হল না এই বোলারের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলে দলকে দুর্দান্ত ভাবে জেতাতে এই বোলারের অবদান অনস্বীকার্য। ৪ ওভারে ২৩ রান খরচ করে তুলে নিয়েছিল মুম্বাইয়ের অধিনায়ক ও রমনদীপ সিং এর উইকেট। কিন্তু সাজঘরে ফিরে এই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি বরং রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে শোকের ছায়া নেমে পরে। জৈব বলয়ের সময় আসে, বোনের মৃত্যু সংবাদ, সঙ্গে সঙ্গে জৈব বলয় ছাড়েন দলের বোলিং বিভাগের অন্যতম সেরা বোলার হর্ষল প্যাটেল। বোনের মৃত্যুর খবর পেয়ে ভেঙ্গে পরে হর্ষল। বোনের মৃত্যু হয়েছে। প্রতিটা মৃত্যুই দুঃখজনক। হর্ষল টিমের বাস না ধরলেও, পুণে থেকে মুম্বাই চলে গেছে , টিম সূত্রে জানা যায়।
সূত্রের খবর, এর পরে চেন্নায়ের বিরুদ্ধে ম্যাচে তাকে দেখা যাবে না। তবে পরবর্তী ম্যাচ গুলোতে তাকে দেখা যাবে বলে জানানো হয়েছে। চলতি বছরে আরসিবি মহম্মদ সিরাজকে (৭ কোটি টাকা) , বিরাট কহলি কোহলি (১৫ কোটি টাকা), , গ্লেন ম্যাক্সওয়েলকে গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি টাকা) দিয়ে ধরে রেখে ছিল। মাত্র ৫৭ কোটি টাকা নিয়ে নিলামে নেমে, আরসিবি ১০ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ফের হর্ষলকে নিজের দলে ফেরায়।গত মরশুমে দুর্দান্ত বোলিং এর জন্য বেগুনি টুপি মাথায় তুলেছিলেন হর্ষল। এক অনন্য নজির গড়েছে বছর একত্রিশের স্ট্রাইক বোলার। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স এর জন্য রাতারাতি আইপিএল সেনসেশন হয়ে যায় এই বোলার।
!