৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এই প্রথম দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, ঘটনার তীব্র নিন্দা জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: এই প্রথমবার হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউল ‘আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য’ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে। জানা গেছে, উত্তর কোরিয়া অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়ে। এদিন সকালে এই ঘটনা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাপানের উপকূলরক্ষা বাহিনী চিহ্নিত করে।

এরই কয়েক ঘণ্টা পালটা জবাব দেয় দক্ষিণ কোরিয়া। দুই দেশের সমুদ্রসীমার কাছাকাছি জায়গায় উড়োজাহাজ থেকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা।
পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াটি তাৎক্ষণিকভাবে বন্ধের দাবি করেছে। উত্তর কোরিয়ার মতে, ‘এ ধরনের পেশীশক্তির প্রদর্শনী ও উস্কানি আর মেনে নেওয়া সম্ভব নয়।’

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র এমন জায়গায় আঘাত হেনেছে, যেটি ২ কোরিয়ার অনানুষ্ঠানিক সমুদ্রসীমা হিসেবে বিবেচিত।
১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসানের পর এবারই প্রথম এমন ঘটনা।
জেসিএস জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ছোড়া ‘খুবই অস্বাভাবিক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। তারা এর ‘সমুচিত জবাব’ দেবে বলেও জানায়।

উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেসিএস। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার উললেউং দ্বীপে সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।

ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। এই ‘নজিরবিহীন’ ঘটনার নিন্দা জানানো হয়।

সিউলে হ্যালোউইন অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৫৬ জন নিহতের ঘটনায় দেশটিতে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই প্রথম দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার, ঘটনার তীব্র নিন্দা জাপানের প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এই প্রথমবার হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউল ‘আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য’ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা জবাব দিয়েছে। জানা গেছে, উত্তর কোরিয়া অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়ে। এদিন সকালে এই ঘটনা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাপানের উপকূলরক্ষা বাহিনী চিহ্নিত করে।

এরই কয়েক ঘণ্টা পালটা জবাব দেয় দক্ষিণ কোরিয়া। দুই দেশের সমুদ্রসীমার কাছাকাছি জায়গায় উড়োজাহাজ থেকে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা।
পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াটি তাৎক্ষণিকভাবে বন্ধের দাবি করেছে। উত্তর কোরিয়ার মতে, ‘এ ধরনের পেশীশক্তির প্রদর্শনী ও উস্কানি আর মেনে নেওয়া সম্ভব নয়।’

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র এমন জায়গায় আঘাত হেনেছে, যেটি ২ কোরিয়ার অনানুষ্ঠানিক সমুদ্রসীমা হিসেবে বিবেচিত।
১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসানের পর এবারই প্রথম এমন ঘটনা।
জেসিএস জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র ছোড়া ‘খুবই অস্বাভাবিক এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। তারা এর ‘সমুচিত জবাব’ দেবে বলেও জানায়।

উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জেসিএস। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার উললেউং দ্বীপে সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়।

ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন। এই ‘নজিরবিহীন’ ঘটনার নিন্দা জানানো হয়।

সিউলে হ্যালোউইন অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৫৬ জন নিহতের ঘটনায় দেশটিতে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ল। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা।