পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধাননগরে ঘটনা থেকে শিক্ষা নিয়ে মহিলাদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এবার কলকাতায় আলিপুরের রাস্তায় চালু হল হট লাইন কিয়স্ক। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই কিয়স্ক। এক বোতাম ক্লিক করলেই খরব পৌঁছে যাবে থানায়। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত এই বিশেষ উদ্যোগ নেওয়া হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। ভারতের মধ্যেও কলকাতাতেই প্রথম চালু হল কিয়স্ক পরিষেবা। আলিপুর চিড়িয়াখানার বিপরীতে বসেছে এই হট লাইন কিয়স্ক।
বলা যেতে পারে, হট লাইন কিয়স্ক এক সময়ের ব্যবহৃত টেলিফোন বুথ। তবে হট কিয়স্ক হল অনেক আধুনিক ও উন্নতমানের। কিয়স্কের ভিতরে একটি সুইচ রয়েছে সেটাতে টাচ করলে সরাসরি লালবাজারে ফোন চলে যাবে। কিয়স্কের ভিতর সিসিটিভি ক্যামেরা থাকায় থানা থেকে পুলিশ অফিসাররা পরিষ্কার দেখতে পাবেন যে কে বিপদে পড়েছে।
রাস্তাঘাটে যত্রতত্র নানা বিপদের সম্মুখীন হন মেয়েরা। তাই সেই সব বিপদ এড়াতে মূলত অভিযোগ জানাতেই এই হট কিয়স্ক পরিষেবা চালু হল। মজা করে ভুয়ো ফোন করলে সেক্ষেত্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা বন্দি ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।
আলিপুর চিড়িয়াখানায় যেহেতু সবসময়ই জন সমাগমের জন্য ওই রাস্তাটিকেই বেছে নেওয়া হয়েছে, পরবর্তীতে অন্যত্র এই অন্যান্য জায়গায় এই পরিষেবা দেওয়া হবে।
সম্প্রতি, উত্তর বিধান নগর থানায় তরুণীর শ্লীলতাহানি ঘটনার পরেই কলকাতা পুলিশের নয়া এই উদ্যোগ। মঙ্গলবার এই কিয়স্ক পরিদর্শন করেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া ও ডিসি ট্রাফিক অরিজিৎ সিনহা। আকাশ মেঘারিয়া জানান, ” যে কোনও অসুবিধায় পড়লেই নাগরিকরা সরাসরি লালবাজার কন্ট্রোলে বা স্থানীয় আলিপুর থানার সঙ্গে অভিযোগ করতে পারবেন এই স্মার্ট হট লাইন কিয়স্ক থেকে। ”