পুবের কলম, ওয়েবডেস্ক: উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালানো হল দলিত যুবককে। বিজেপি শাসিত রাজস্থানের এই ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। শ্রাবণ মেঘওয়াল নামের দলিত যুবককের দু’পা বেঁধে গাছে ঝুলিয়ে চলে শারীরিক নির্যাতন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জানুয়ারি) রাজস্থানের বারমের জেলায় গুদামালানি থানা এলাকায়। ঘটনার পরই দেশে দলিতদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, ওই দলিত যুবকের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ উঠে। তারপর তাকে ধরে প্রথমে শারীরিক ভাবে নিগৃহ করা হয়। পরে তাকে গাছে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে স্থানীয়রা। অমানবিক ভাবে নির্যাতন চালানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, দলিত যুবককে উল্টো করে ঝুলিয়ে যখন মারধর করা হচ্ছে, তখন মেঘওয়াল জোরে জোরে চিৎকার করছে। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় দলিত যুবককে। এমনকি হাতজোড় করে তাকে রেহাই দেওয়ার জন্য আবেদন জানান মেঘওয়াল।
Read More: ভোটে লড়তে দিল্লিবাসীর কাছে অর্থ সাহায্য চাইলেন অতিশি
এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। পুলিশ জানিয়েছে, দলিত যুবকের অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিং মীনা বলেছেন, মেঘওয়ালকে এর আগে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে সে জামিনে মুক্তি পান। পুলিশ সুপার জানিয়েছেন, “চুরির ঘটনা সামনে আশার পর এই হামলার ঘটনা ঘটেছে। আপাতত মামলার তদন্ত চলছে।”