বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ
ইমামা খাতুন
- আপডেট :
১ জুলাই ২০২৩, শনিবার
- / 9

পুবের কলম,ওয়েবডেস্ক: পুলিশের গুলিতে ১৭ বছরের তরুণের মৃত্যুর ঘটনায় এখনও উতপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সের রাস্তায় নতুন করে ৪৫ হাজার পুলিশ এবং আধাসেনা মোতায়েন করা হয়েছে। যার মধ্যে প্যারিসেই পাঁচ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সেনার পাশাপাশি সরকারের তরফে রাস্তায় সাঁজোয়া গাড়িও নামানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফ্রান্সে ছড়িয়ে পড়া হিংসার জেরে ৪৯২টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় দু’হাজার গাড়ি। প্রায় চার হাজার জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয়েছে মার্সেই শহরের বৃহত্তম গ্রন্থাগারও। পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশিরভাগ বই।
প্রসঙ্গত, মঙ্গলবার প্যারিসে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে এক ১৭ বছরের তরুণকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার জেরেই ফ্রান্সের দিকে দিকে হিংসা ছড়িয়ে পড়ছে। সরকারের বিরুদ্ধে বর্ণবৈষম্য–সহ একাধিক অভিযোগে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। লুট করা হয়েছে বন্দুকের দোকানও। হিংসার ঘটনায় এখনও অবধি ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০০ পুলিশ আধিকারিক।