পুবের কলম প্রতিবেদক মেধাতালিকায় নাম না থাকলেও চাকরি পেয়েছেন। সৌজন্যে স্কুল সার্ভিস কমিশন। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। শুধু তাই নয়– অভিযুক্ত দুই শিক্ষক কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অবৈধ নিয়োগের কথাও স্বীকার করে নিয়েছেন। সেই স্বীকারোক্তিতে বিস্মিত বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। যোগ্যপ্রার্থীদের মেধাতালিকায় নাম না-থেকেও চাকরি হল কীভাবে– তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তারপরই কৈফিয়ত তলব করা হয়েছে।
এ দিন আদালত প্রশ্ন তুলেছে– এসএসসি-র এমন নিয়োগ সুপারিশ শুধুই ‘ভুল’ নাকি ‘ইচ্ছাকৃত ভুল’ নাকি ‘সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ভুল’ তা খুঁজে পেতে চায় আদালত। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। আগে অবশ্য এই নিয়োগ ঘিরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালতের একক বেঞ্চ। তারপর ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছিল। এ দিন আবারও স্থগিতাদেশের সময়সীমা আরও দু’সপ্তাহ বৃদ্ধি করেছে হাইকোর্ট।