বিদেশে রাহুল, মোদির বিরুদ্ধে মন্তব্য করায় দেশে ব্যবস্থা নেওয়ার তোড়জোড়
ইমামা খাতুন
- আপডেট :
৫ মার্চ ২০২৩, রবিবার
- / 10

পুবের কলম ওয়েবডেস্ক: কেমব্রিজে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। পেগাসাস স্পাইওয়্যার দিয়ে তার ফোনে আঁড়ি পাতা হয়েছিল, এমন দাবিও করেছেন তিনি। এ নিয়ে বিজেপি নেতারা সমালোচনায় সরব। বিদেশের মাটিতে গিয়ে দেশের দুর্নাম করছেন রাহুল, এই তাদের ক্ষোভের কারণ।
শুধু ক্ষোভের মধ্যেই থেমে নেই ব্যাপারটি। দেশে ফিরলেই নাকি রাহুলকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে,এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তার বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। আগের মাসে লোকসভার বাজেট অধিবেশনে নরেন্দ্র মোদিকে সংসদে দাঁড়িয়ে তুলোধনা করেছিলেন তিনি। এমনকি একটি পুরনো ছবি দেখিয়ে মোদি-আদানির গভীর সম্পর্কের কথাও প্রকাশ করতে চেয়েছিলেন। তার সেই ভাষণের অংশ রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল। স্বাধীকার ভঙ্গের অভিযোগ উঠেছিল। বিজেপির নিশিকান্ত দুবে ও প্রহ্লাদ যোশী রাহুলের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ এনেছিলেন। এবার প্রিভিলেজ কমিটি তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ১৪ মার্চ। তাদের কথা শোনার পরই রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
কেমব্রিজের এক সেমিনারে রাহুলের মন্তব্য, তার মোবাইলেও নজরদারি চালাতে পেগাসাস স্পাইওয়্যার লাগিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। খোদ সরকারি অফিসাররাই তাকে এই তথ্য জানিয়ে সাবধানে কথা বলতে বলেছিল। আধিকারিকরা তাকে জানিয়েছিল, আপনার ফোনে পেগাসাস রয়েছে। আঁড়ি পাতা হচ্ছে। সাবধানে কথা বলুন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল আরও দাবি করেছেন, ভারতের গণতন্ত্র আক্রান্ত। বিরোধীরা সবসময় চাপের মধ্যে রয়েছে। তাদেরকে রুখে দিতে অহেতুক অপরাধের মামলা দেওয়া হচ্ছে। সংসদে আলোচনার সুযোগ নেই। বিচারবিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।