কলকাতাWednesday, 9 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে জাহাজডুবী হয়ে মৃত মুর্শিদাবাদের যুবক, ফিরলো কফিনবন্দি দেহ

Puber Kalom
October 9, 2024 1:23 pm
Link Copied!

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: পয়লা সেপ্টেম্বর ইরানের একটি পণ্যবাহী জাহাজ ‘আরব আক্তার-১’ কুয়েতে প্রবেশ করার আগেই দুর্ঘটনার কবলে পরে। সঙ্গে সঙ্গে ডুবে যায় জাহাজটি। সেই জাহাজে তিনজন ভারতীয় ও ইরানের নাবিক ছিল। একসঙ্গে থাকা তিনজন ভারতীয় নাবিকের মধ্যে দু’জন ছিল চেন্নাইয়ের এবং একজন মুর্শিদাবাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নাম অভিজিৎ সরকার (২৮)।  রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা তিনি । দুর্ঘটনার পর থেকে নিখোঁজ  ছিল সে। এদিন তাঁর দেহের খোঁজ পাওয়া যায়। বাড়ি থেকে ডিএনএর নমুনা চেয়ে পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয় অভিজিৎের দেহ।

দূর্ঘটনার ৩৭ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় আমডহরা গ্রামের বাড়িতে পৌঁছাল অভিজিৎের কফিনবন্দি  দেহ। দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে অভিজিৎের মা-বাবা, স্ত্রী-কন্যা সহ আত্মীয়-স্বজন সকলেই। হাজারে হাজারে প্রতিবেশী বৃষ্টিকে উপেক্ষা করেও অভিজিৎের  বাড়িতে উপস্থিত হয়। যদিও ৩৭ দিনের পুরনো মৃতদেহ হওয়ার কারণে শেষবারের মতো কফিন খুলে তার মুখটি দেখানোর ব্যবস্থা করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় জিয়াগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।