কলকাতাMonday, 21 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরিনী দুগ্ধ প্রকল্প আন্তর্জাতিক সম্মান পাওয়ায় খুশি সুন্দরবনের মহিলারা

asim kumar
October 21, 2024 1:28 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : রাজ্যের পিছিয়ে পড়া সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করার লক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় তৈরি হওয়া সুন্দরীনি দুগ্ধ প্রকল্প এবার বিশ্বের বাজারে সেরা শিরোপা অর্জন করলো। সেরার স্বীকৃতি ছিনিয়ে আনলেন সুন্দরবনের মহিলারা। আর এই সংবাদে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ সুন্দরবনের মহিলারা।

 

এবার সুন্দরবনের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাফল্যে উঠে এলো এই আন্তর্জাতিক পুরস্কার। সুন্দরিনী প্যারিসে আন্তর্জাতিক স্বীকৃতি পেল গত শুক্রবার। সুন্দরবনের মহিলারা প্রাণী সম্পদ বিকাশ দফতরের সহায়তায় এই স্বনির্ভর গোষ্ঠী চালায়৷ সুন্দরবনের গ্রামীন এলাকার মানুষের বাড়িতে গৃহপালিত গরু আছে।যা থেকে দুধ পাওয়া যায়।

 

কিন্তু সেই দুধের মার্কেট জাত এতদিন সে ভাবে না হওয়ার ফলে দুধ পড়ে পড়ে নষ্ট হতো। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর আসার পরে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ১৩ টি ব্লকে ১৭ টি সুন্দরিনী ডেয়ারি ফার্ম করা হয় প্রাণী সম্পদ বিকাশ দফতরের সহায়তায়। কয়েকটি ব্লকে আবার একাধিক এই ফার্ম তৈরি করা হয়।

 

কেবলমাত্র মুড়িগঙ্গা নদীর জোয়ার ভাঁটার সমস্যার কারণে সাগর ব্লকে এখনো পর্যন্ত একটিও ডেয়ারি ফার্ম তৈরি হয়নি।মূলত সুন্দরবনের মহিলারা তাদের বাড়ি থেকে গরুর দুধ নিয়ে তাদের নিকটবর্তী ডেয়ারি ফার্মে গিয়ে উৎপাদিত দুগ্ধ বিক্রি করে আসে।

 

আর প্রতিমাসে মোটা অংকের টাকা তাদের ব্যাংক একাউন্টে জমা হয় সরকারের তরফে আর প্রতিদিন এই সংগ্রহ করা দুধগুলি একত্রিত করে কলকাতায় অত্যাধুনিক মেশিনের মাধ্যমে দুধ গুলিকে সংরক্ষণ ও প্যাকেট জাত করা হয় এবং তা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।

 

এই সব ডেয়ারি ফার্ম থেকে প্রত্যেক দিন ২০০০ লিটার দুধ,এবং ২৫০ কেজি দুগ্ধজাত পণ্য উৎপাদন করে সুন্দরীনি।এই ভাবে ৪ কোটি টাকা গত আর্থিক বছরে আয় করেছিল এই সুন্দরিনী।

 

সুন্দরবনের এই দুগ্ধ সমবায়কে আন্তর্জাতিক ডেয়ারি ফাউন্ডেশনের ‘ডেয়ারি ইনোভেশন’ সম্মানে সম্মানিত করা হয়েছে। শুক্রবার প্যারিসে ওই সংস্থার বার্ষিক অনুষ্ঠানে বাংলার ডেয়ারিকে সম্মানিত করা হয়েছে।

 

গোটা বিশ্বের মোট ১৫৩টি ডেয়ারি সংস্থা ওই সম্মানের জন্য আবেদন করেছিল।তাদের মধ্যে থেকে সেরা নির্বাচিত হয়েছে বাংলার এই সুন্দরীনি। স্বাভাবিকভাবেই রাজ্যের সমবায় সংস্থার এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Read more: বিজেপির কটাক্ষের জবাব দিলেন ওমর আবদুল্লাহ, জম্মু থেকে হিন্দুকে করা হল উপ মুখ্যমন্ত্রী

সোশাল মিডিয়ায় তিনি বলেন, “সুন্দরবনের মহিলাদের সাফল্যে আমরা উচ্ছ্বসিত। আমি সুন্দরীনি দুগ্ধ সমবায়ের সঙ্গে যুক্ত সকল মহিলাদের এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাই এই সাফল্যের জন্য।”

 

রাজ্যে সরকার দীর্ঘদিন ধরেই মহিলাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থানে উৎসাহ দিয়ে আসছে।এব্যাপারে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা রবিবার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সারা রাজ্যের মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল হচ্ছে আর সুন্দরবনের মহিলাদের পাশেও আছে মা মাটি মানুষের সরকার, তাইতো সুন্দরবনের মহিলাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। আর প্রতি বছরই সাফল্য আসছে সুন্দরিনী প্রকল্পে।

 

ধীরে ধীরে সুন্দরবনের মহিলারা বিকল্প কর্মসংস্থানের মধ্যে দিয়ে স্বনির্ভর হচ্ছে।আর রাজ্যের এই সাফল্যে আগামী দিনে আরো মহিলারা এগিয়ে আসবেন এই সুন্দরিনী প্রকল্পের কাজে। সুন্দরবনের এইসব মহিলাদের অভিনন্দন জানাই তাদের জন্যই আজ রাজ্য সরকারের মুকুট আলোকিত হলো বিশ্বের দরবারে।

Read more: দেশে মুসলমানদের অচ্ছুৎ করে রাখা হয়েছে, উত্তরাখণ্ডের ঘটনা নিয়ে কেন্দ্রকে তোপ আসাদুদ্দিন ওয়েইসির

সুন্দরবনের মথুরাপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুশি সুন্দরিনীর এই আন্তর্জাতিক সম্মানে।আর এর ফলে আগামী দিনে আরও উন্নততর হবে এই সুন্দরিনী ডেয়ারি ফার্ম গুলি।