পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধ ব্যর্থ : ইরান
ইমামা খাতুন
- আপডেট :
২৩ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 9

পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানে সরকার-বিরোধী বিক্ষোভ-সহিংসতার ব্যাপারে দ্বৈত নীতি গ্রহণ করায় পশ্চিমা সরকারগুলোর পাশাপাশি তাদের মিডিয়াকে তোপ দেগেছে তেহরান। তেহরান বলেছে, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা হাইব্রিড যুদ্ধ অতীতের মতোই ব্যর্থ হয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি ট্যুইট বার্তা লিখেছেন, ‘প্যারিস, লন্ডন ও তেল আবিবে মিছিল, বিক্ষোভ ও সংঘর্ষ চলছে। কিন্তু তাদের মিডিয়া শুধুমাত্র ইরানের বিক্ষোভের খবর প্রচার করছে। অথচ বাস্তবতা হচ্ছে, ইরানে দাঙ্গা একমাস আগেই বন্ধ হয়ে গেছে।’ কানানি বলেন, পশ্চিমাদের চলমান হাইব্রিড যুদ্ধ তাদের সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অব্যাহত অংশ। আর এই যুদ্ধ অতীতের মতো ব্যর্থ হতে বাধ্য। ইরানে গত সেপ্টেম্বর মাসে হিজাব আইন অমান্যকারী ২২ বছর বয়সী এক কুর্দ নারী পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। এ অবস্থায় পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে পশ্চিমা মিডিয়ায় খবর প্রচারিত হলে ইরানে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ফরেনস্কি রিপোর্টে বেরিয়ে আসে, মাহসা আমিনি নামের ওই নারী গুরুতর রোগে ভুগছিলেন এবং সেই রোগের জন্যই তাঁর মৃত্যু হয়েছে, কোনও নির্যাতনের কারণে নয়। কিন্তু পশ্চিমা মিডিয়া সেই রিপোর্টে নজর না দিয়েই ইরানকে দোষারোপ করে একের পর এক খবর ছাপতে থাকে। কিন্তু শেষপর্যন্ত ইরানের জনগণ সরকারের সমর্থনে মিছিল বের করে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। এভাবেই ধীরে ধীরে বিদেশী সমর্থনে বিক্ষোভ-সহিংসতা স্তিমিত হয়ে যায় ইরানে।