পুবের কলম প্রতিবেদক: দেশজুড়ে করোনা সংক্রমণ চালু হলে অন্যান্য গণপরিবহণের পাশাপাশি বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও। তারপর সংক্রমণ কমতেই চালু করা হয় মেট্রো। তবে সংক্রমণ এড়াতে টোকেন পদ্ধতি তুলে দিয়ে স্মার্ট কার্ড-এর মাধ্যমেই যাত্রীদের যাতায়াতের সুযোগ দেওয়া হত। ধীরে ধীরে প্রায় স্বাভাবিক হয়েছে কলকাতা মেট্রো পরিষেবা। তাই যাত্রীদের দাবি মেনে এবার টোকেন সিস্টেম ফেরাতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আগামী বৃহস্পতিবার থেকে তা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে। মেট্রোর তরফে বলা হয়েছে– আগামী ২৫ নভেম্বর– বৃহস্পতিবার থেকে উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রোয় টোকেন ফিরতে চলেছে। সমস্ত স্টেশন থেকে টোকেন দেওয়া হবে। কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকেও টোকেন কেনা যাবে।
এদিকে টোকেন-এর মাধ্যমে টিকিট পদ্ধতি চালু করা হলেও নিত্যযাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহারেরই পরামর্শ দিয়েছে মেট্রো। তাদের যুক্তি– স্মার্ট কার্ড থাকলে টিকিট-এর লাইনে মানুষের ভিড় এড়ানো সম্ভব হবে– ফলে করোনা সংক্রমণের আশঙ্কাও কম থাকবে।
রেল সূত্রে খবর– এবার থেকে মেট্রোর সমস্ত স্টেশন থেকেই টোকেন দেওয়া হবে। নির্দিষ্ট ভাড়া দিয়ে কাউন্টারে মেট্রোর টোকেন পাওয়া যাবে। কাউন্টার ছাড়াও যেসব অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন রয়েছে– সেখান থেকেও টোকেন সংগ্রহ করা যাবে।