লন্ডন, ২২ নভেম্বর: চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এমনই মন্তব্য করলেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি জড়িয়ে পড়ার মধ্যদিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। বুধবার এক অনুষ্ঠানে জালুঝনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চিনা সমরাস্ত্র যুক্ত রয়েছে। ইউক্রেনের সামনে ফ্রন্টলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। এর মধ্যেই ইউক্রেনে ইরানি শাহেদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে।’
ইউক্রেনের মিত্র দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়ে প্রাক্তন সেনাপ্রধান। তিনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ এখনও বন্ধ করা সম্ভব। কিন্তু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। এটা স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে। ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে। তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কি না তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, রুশ-ইউক্রেন চলমান যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া ও অতিরিক্ত সেনা নিয়োগ নিয়ে মতানৈক্যের জেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেনারেল জালুঝনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।