নয়াদিল্লি: চলতি অধিবেশনেই ওয়াকফ সংশোধনী আইন পেশ করার কথা ছিল। আর তা নিয়ে এদিন অর্থাৎ সংসদে অধিবেশন শুরুর দিনেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন বিরোধী সাংসদেরা। তাঁর কাছে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান তাঁরা।
সোমবারই ছিল এই বিল সংক্রান্ত আলোচনার জন্য গঠিত জেপিসির শেষ দিন। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালও সংসদে জানান, ওয়াকফ নিয়ে তাঁদের রিপোর্ট প্রস্তুত। সরকার বললেই সেই রিপোর্ট তাঁরা সংসদে পেশ করবেন। এই পরিস্থিতিতে জেপিসির মেয়াদ বৃদ্ধির আবেদন জানালেন বিরোধীরা। তাঁদের বক্তব্য, বিলের একাধিক বিষয় নিয়ে এখনও আলোচনার প্রয়োজন রয়েছে। তাঁদের দাবি, এখনও কমিটি সদস্যরা এই খসড়া রিপোর্ট হাতে পাননি। নিয়ম অনুযায়ী এই খসড়া রিপোর্ট হাতে পাওয়ার পরই তার ভিত্তিতে বিলের প্রতি নিজেদের সমর্থন বা আপত্তি নিয়ে মতামত জানানো হয়ে থাকে। তাঁদের আরও বক্তব্য, খসড়া রিপোর্টটি এখনও যৌথ সংসদীয় কমিটিতে আনুষ্ঠানিক ভাবে পাশ হওয়া বাকি রয়েছে। ফলে বাড়তি সময় প্রয়োজন। কিন্তু, জেপিসি চেয়ারম্যান তাতে রাজী নয়। আর সেজন্যই এদিন স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন বিরোধী সাংসদরা। এই প্রসঙ্গে বিরোধীদের তরফে তৃণমূল সাংসদ নাদিমুল হক জানান, তাঁরা স্পিকারের সঙ্গে দেখা করে জেপিসির সময় বাড়ানোর আবেদন করেছেন। তাঁরা জানিয়েছেন, এখনও অনেক রাজ্য সফর করা বাকি রয়েছে যৌথ সংসদীয় দলের। তাছাড়া খসড়া রিপোর্টও তাঁরা হাতে পাননি। তাই জেপিসির সময়সীমা আরও বাড়ানো হোক। তিনি জানান, স্পিকার তাঁদের দাবিগুলি মেনে নিয়েছেন এবং ঠিক হয়েছে প্রতি ১৫দিন অন্তর ২দিন করে এই বৈঠক হবে।