কলকাতাSaturday, 16 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

পুরসভার পদক্ষেপে কলকাতায় কমেছে বেআইনি নির্মাণের প্রবণতা: ফিরহাদ

mtik
April 16, 2022 7:48 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদক: শহরজুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ প্রায়ই ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। এই অবস্থার পরিবর্তন আনতে কয়েক বছর ধরেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। তার সুফলও পাওয়া গেছে। শনিবার এমনটাই দাবি করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, যথা সময়ে যথার্থ পদক্ষেপ গ্রহণ করার ফলে কলকাতায় অনেকটা কমিয়ে আনা গেছে বেআইনি নির্মাণ। এই প্রবণতা আগামী দিনে শহরের উন্নতিকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি।

শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেআইনি নির্মাণের প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি জানান, শহরে আগের তুলনায় বেআইনি নির্মাণ অনেক কমেছে। এর নেপথ্যে রয়েছে পুরসভার ভূমিকা। কারণ অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এরফলে মানুষের মধ্যে আইনি পদ্ধতিতে নির্মাণের প্রবণতা বেড়েছে। আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে এই প্রবণতা ধরে রাখার।

উল্লেখ্য, প্রশাসনের চোখ এড়িয়ে কলকাতায় বহু জায়গায় গড়ে উঠেছে বেআইনি নির্মাণ। মেয়র ফিরহাদ হাকিমের কাছে নাগরিকদের থেকে সরাসরি এই অভিযোগ অনেকদিনই এসেছে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। অভিযোগ পাওয়া মাত্রই তার সুরাহা হলেও তা ছিল সাময়িক। এরপর পাকাপাকিভাবে অবৈধ নির্মাণ রুখতে কড়া ব্যবস্থা নেয় কলকাতা পুরসভা। এমনকি একবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ এলে সংশ্লিষ্ঠ বিভাগের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করার নির্দেশ দিয়েছিলেন ফিরহাদ হাকিম। যদিও সেই প্রক্রিয়া ছিল সাময়িক।