পুবের কলম প্রতিবেদক: সম্প্রতি ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ল্যাব থেকে শুভদীপ মিত্র নামের একজন ছাত্রের মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। পাশাপশি তোলা হয়েছে বেশ কিছু প্রশ্নও।
বৃহস্পতিবার সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, যে কোনও পড়ুয়ার মৃত্যুই দুঃখজনক। একজন গবেষক পড়ুয়ার আত্মহত্যা শিক্ষাব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের সম্মুখে দাঁড় করিয়েছে। প্রসঙ্গত, দমদমের বাসিন্দা শুভদীপ গত সাত বছর ধরে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করেছিলেন। শুভদীপ মিত্রের দেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল অধ্যাপক তার মৃত্যুর জন্য দায়ী। আত্মহত্যাকারী ছাত্র লিখেছেন, উনি (অধ্যাপক) আমাকে সঠিকভাবে ‘গাইড’ করেননি।
সাবির আহমেদ শুভদীপ মিত্রের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শুভদীপ মিত্রের আত্মহত্যার রহস্যের তদন্ত করতে হবে। তিনি আরও বলেন, সুইসাইড নোটে উল্লেখিত অধ্যাপকের বিরুদ্ধে গবেষণার কাজে সাহায্য না করার অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বরখাস্ত করতে হবে।