পুবের কলম ওয়েবডেস্কঃ দশ আসনের একটি বিমান ভাড়া নিল রাজ্য সরকার। প্রধানত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের ভিআইপি ব্যক্তিদের জন্য এই বিমান ভাড়া নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে।
আগামী দিন তিনেকের মধ্যে বিমানটি কলকাতায় এসে পৌঁছানর কথা।সেপ্টেম্বরের গোড়ায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। এই ভাড়া করা বিমানেই তিনি হয়ত উত্তরবঙ্গ সফরে যাবেন।
নবান্নে সূত্রের খবর ফ্রান্সের জেসল্ট সংস্থার তৈরি দুই ইঞ্জিনের এই ফ্যালকন ২০০০ বিমানের জন্য মাসে কমপক্ষে সোয়া দু কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের। দিল্লির একটি সংস্থার কাছ থেকে ভাড়া নেওয়া বিমানটির জন্য প্রতি মাসে ন্যূনতম ৪৫ ঘণ্টা ওড়ার জন্য মাসে সওয়া দু কোটি টাকা দিতে হবে। ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলে আরও পাঁচলক্ষ টাকা দিতে হবে।
ওই বিমানের সঙ্গে আসছেন দু জন পাইলট, এক জন ইঞ্জিনিয়ার এবং একজন বিমান সেবক। আগামী তিন বছর তাঁরা শহরের পাঁচতারা হোটেলে থাকবেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। সর্ব ভারতীয় রাজনীতিতে এখন প্রধান বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেশের যে কোন স্থানে তাঁকে উড়ে যেতে হতে পারে। অনেক রাজ্যের সঙ্গেই কলকাতার সরাসরি বিমান যোগাযোগ নেই। সেই ক্ষেত্রে এই ধরণের ব্যক্তিগত বিমানের প্রয়োজন ছিল।
দেশের অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাই এই ধরণের ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকেন। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী ১২ আসনের বম্বার্ডিয়ার ব্যবহার করে থাকেন, এছাড়াও মহারাষ্ট্র, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীরাও নিজেদের ব্যক্তিগত বিমানেই সফর করে থাকেন।