কলকাতাFriday, 26 November 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

শুরু হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা

mtik
November 26, 2021 8:31 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ করোনার প্রকোপ কাটিয়ে নিউ টাউনে শুরু হচ্ছে রাজ্য হস্তশিল্প মেলা। রাজ্য ক্ষুদ্র– ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের উদ্যোগে শনিবার নিউ টাউনের ইকোপার্কের ১ নম্বর গেট সংলগ্ন মাঠে সূচনা হচ্ছে হস্তশিল্প মেলা ২০২১-২২। করোনার জন্য গত বছর এই মেলার অনুমতি মেলেনি।

এবারে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তাই কোভিড সংক্রান্ত যাবতীয় বিধি-নিষেধাজ্ঞা মেনে বসছে হস্তশিল্প মেলা। রাজ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর সূত্রে খবর, প্রতি বছর দেশের রাজধানী শহরে জাতীয় হস্তশিল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের হস্তশিল্পীরা অংশগ্রহণ করে থাকেন। এই অংশগ্রহণকারী শিল্পীদের বাছাই হবে রাজ্য সরকার পরিচালিত ইকোপার্কের এই হস্তশিল্প মেলা থেকে। দিল্লির জাতীয় মেলায় শিল্পীরা বাংলার গৌরব শিল্পকলা তুলে ধরেন এবং জাতীয় স্তরের স্বীকৃতি অর্জন করেন বাংলার বহু শিল্পী।

এই লক্ষ্যে নিউ টাউনের ইকোপার্কে রাজ্য স্তরের হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হচ্ছে আজ ২৭ নভেম্বর। মেলা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা প্রবেশের সময় দুপুর ১ টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত। রাজ্য স্তরের এই মেলা শেষে বাছাই করা শিল্পীদের পরবর্তি গন্তব্য হবে দিল্লির জাতীয় হস্তশিল্প মেলা।

অন্যদিকে, এই হস্তশিল্প মেলার পাশাপাশি নিউ টাউনে বসছে মেলার সম্ভার। আগামী জানুয়ারি পর্যন্ত নিউ টাউন জুড়ে বসতে চলেছে নানাবিধ মেলা।

হিডকো সূত্রে খবর, রাজ্য হস্তশিল্প মেলা শেষ হতেই আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এনকেডিএ-এর মেলা মাঠে বসছে ‘সরস মেলা’। ২৩-২৬ ডিসেম্বর রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হবে কলকাতা ‘পৌষ উৎসব’। নতুন বছরে জানুয়ারি ৭ থেকে ১৬ তারিখ পর্যন্ত হবে ‘নিউ টাউন বইমেলা’। নিউ টাউন ক্লক টাওয়ারের মাঠে অনুষ্ঠিত হবে বই উৎসব। এনকেডিএ-র মেলা মাঠে অনুষ্ঠিত হবে ‘সবলা মেলা’। ওই মেলা চলবে ১০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। স্বপ্নভোরে ‘পিঠে পুলি উৎসব’ অনুষ্ঠিত হচ্ছে ১৬ জানুয়ারি।