কলকাতাTuesday, 22 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের, চিকিৎসকদের দাবি মানল নবান্ন

FAISAL HASAN
October 22, 2024 7:47 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি মেনে নিল নবান্ন। কথা মাফিক, ১২ ঘণ্টার মধ্যেই রাজ্যস্তরে তৈরি করা হল টাস্ক ফোর্স। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিক সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স।

কী কী বিষয় খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স? 

* স্বাস্থ্য পরিকাঠামোকে আরও  মজবুত করা।

*মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসি টিভি বসানো,

*চিকিৎসকদের জন্য আলাদা শৌচাগার-ডিউটি রুম তৈরি।

*পানীয় জলের ব্যবস্থার দিকে নজর রাখবে এই কমিটি। 

*মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় পুলিশ,

*নিরাপত্তারক্ষী ও নজরদারি মোবাইল ভ্যান মোতায়েন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ।

*কেন্দ্রীয় হেল্পলাইন ও প্যানিক বাটন বাস্তবায়ন।

*কেন্দ্রীয় রেফারেল সিস্টেম ও রিয়েল টাইম কত বেড ফাঁকা আছে, তা জানানোর পরিকাঠামো বাস্তবায়ন।

*মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভ্য়ন্তরে থাকা সিকিওরিটি অডিট কমিটি এবং অভ্যন্তরীণ কমপ্লেন কমিটির কার্যবিধির উপর নজরদারি। 

*নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা।

অন্য যে কোনও বিষয় রাজ্যস্তরীয় টাস্ক ফোর্সের নজরে আনলে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

আরও পড়ুনঃ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করলো রানিতলা থানার পুলিশ