পুবের কলম, ওয়েবডেস্ক: বিক্ষোভকারী চিকিৎসকদের দাবি মেনে নিল নবান্ন। কথা মাফিক, ১২ ঘণ্টার মধ্যেই রাজ্যস্তরে তৈরি করা হল টাস্ক ফোর্স। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিক সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স।
কী কী বিষয় খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স?
* স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করা।
*মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসি টিভি বসানো,
*চিকিৎসকদের জন্য আলাদা শৌচাগার-ডিউটি রুম তৈরি।
*পানীয় জলের ব্যবস্থার দিকে নজর রাখবে এই কমিটি।
*মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় পুলিশ,
*নিরাপত্তারক্ষী ও নজরদারি মোবাইল ভ্যান মোতায়েন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ।
*কেন্দ্রীয় হেল্পলাইন ও প্যানিক বাটন বাস্তবায়ন।
*কেন্দ্রীয় রেফারেল সিস্টেম ও রিয়েল টাইম কত বেড ফাঁকা আছে, তা জানানোর পরিকাঠামো বাস্তবায়ন।
*মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অভ্য়ন্তরে থাকা সিকিওরিটি অডিট কমিটি এবং অভ্যন্তরীণ কমপ্লেন কমিটির কার্যবিধির উপর নজরদারি।
*নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা।
অন্য যে কোনও বিষয় রাজ্যস্তরীয় টাস্ক ফোর্সের নজরে আনলে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
1 Comment
Pingback: ইসরাইলি আগ্রাসনে সহায়তা টাটার, নিউইয়র্কে 'টাটা বাই বাই' আন্দোলন সমাজকর্মীদের