পুবের কলম প্রতিবেদকঃ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ তাঁর স্মৃতি চারণ হবে বিধানসভায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোকপ্রস্তাব পাঠ করবেন– তারপর হবে স্মৃতিচারণা। উপস্থিত থাকবেন সব দলের বিধায়করা। আসবেন বিজেপি বিধায়কদের অনেকেই। এক থেকে দেড় ঘণ্টার আলোচনা হবে বিধানসভা ভবনে। থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শুক্রবার রাত ৯টা ২২ মিনিট নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সতীর্থদের সঙ্গে ডানবাম নির্বিশেষে– সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব তাঁকে শ্রদ্ধা জানান ওইদিন।
১৯৭১ সালে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রথম বার বিধাযüক নির্বাচিত হন। এরপর জোড়াবাগান– চৌরঙ্গি কেন্দ্র থেকেও বিধায়ক হয়েছেন। সিদ্ধার্থশঙ্কর রায় থেকে শুরু করে জ্যোতি বসু– বুদ্ধদেব ভট্টাচার্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায়– বাংলার চারজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। মাত্র ২৬ বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন সুব্রত মুখোপাধ্যায়। বর্তমান বঙ্গ রাজনীতির বহু নেতা– মন্ত্রীই একটা সময় তাঁর নেতত্বে রাজনীতি করতেন। অবশেষে বিধাযüক হিসেবে পঞ্চাশ বছর পার করেই থামলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর স্মৃতিচারণে তাই বিশেষ ব্যবস্থা করা হয় বিধানসভায়।
বিধানসভা ভবনটা ছিল সুব্রত মুখোপাধ্যায়ের কাছে মন্দিরের মতো। প্রথম পা রেখেছিলেন ১৯৭১ সালে। তারপর প্রায় পাঁচ দশক পরিষদীয় রাজনীতিতে কাটিয়েছেন তিনি।