৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবাদী কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিবাদী কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে। ঘটনাটি উত্তরপ্রদেশের টিকুনিয়ায় । রবিবার কৃষকরা প্রতিবাদ জানাতে এসেছিল লখিমপুরের খেরিতে। সেখানেই মন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।  তেমনটাই অভিযোগ। মর্মান্তিক এই ঘটনায় ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কৃষক নেতা তাজিন্দর সিং বার্ক। এমনটাই জানিয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন।

সংযুক্ত কিষান মোর্চার  মুখপাত্র জাগতার সিং বাজওয়া বলেন, লখিমপুর ক্ষেত্রী এলাকায় টিকুনিয়া এলাকায় কৃষকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, কোনও উত্তেজনা ছিল না। অথচ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের গাড়ি চাপা দিয়ে পিষে মারেন। অনেকে আহত হয়েছেন। 

 জাগতার সিং বলেন, ‘ভারতের সরকার যে কতটা স্বেচ্ছাচারী তা এই ঘটনা প্রমাণ করে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করারও  মানুষের আর কোনও অধিকার নেই।’ ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ইতিমধ্যে গাজীপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। 

তিনি বলেছেন, ‘আমি লখিমপুর যাচ্ছি। মাঝরাতে পৌঁছব।কৃষকরা প্রতিবাদ করে  ফিরছিল। তখন তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। 

সংযুক্ত মোর্চার অভিযোগ বিজেপি মন্ত্রীর ছেলে একজন কৃষককে গুলি করে খুন করেন। কৃষকরা তখনই  উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর করে । কৃষকদের দাবি অবিলম্বে মন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করতে হবে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর  বিরুদ্ধে কালা প্রতিবাদ জানাতে লখিমপুরের খেরিতে  জড়ো হয়েছিলেন কৃষকরা। মহারাজ অগ্রসেন হেলিপ্যাডে উপমুখ্যমন্ত্রী নামতে গেলে প্রতিবাদী  কৃষকরা বাধা দেয় বলে অভিযোগ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিবাদী কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে

আপডেট : ৩ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রতিবাদী কৃষকদের পিষে দিল বিজেপি মন্ত্রীর ছেলে। ঘটনাটি উত্তরপ্রদেশের টিকুনিয়ায় । রবিবার কৃষকরা প্রতিবাদ জানাতে এসেছিল লখিমপুরের খেরিতে। সেখানেই মন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।  তেমনটাই অভিযোগ। মর্মান্তিক এই ঘটনায় ৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কৃষক নেতা তাজিন্দর সিং বার্ক। এমনটাই জানিয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন।

সংযুক্ত কিষান মোর্চার  মুখপাত্র জাগতার সিং বাজওয়া বলেন, লখিমপুর ক্ষেত্রী এলাকায় টিকুনিয়া এলাকায় কৃষকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, কোনও উত্তেজনা ছিল না। অথচ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের গাড়ি চাপা দিয়ে পিষে মারেন। অনেকে আহত হয়েছেন। 

 জাগতার সিং বলেন, ‘ভারতের সরকার যে কতটা স্বেচ্ছাচারী তা এই ঘটনা প্রমাণ করে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করারও  মানুষের আর কোনও অধিকার নেই।’ ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ইতিমধ্যে গাজীপুর থেকে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। 

তিনি বলেছেন, ‘আমি লখিমপুর যাচ্ছি। মাঝরাতে পৌঁছব।কৃষকরা প্রতিবাদ করে  ফিরছিল। তখন তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। 

সংযুক্ত মোর্চার অভিযোগ বিজেপি মন্ত্রীর ছেলে একজন কৃষককে গুলি করে খুন করেন। কৃষকরা তখনই  উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর করে । কৃষকদের দাবি অবিলম্বে মন্ত্রীকে পদ থেকে বরখাস্ত করতে হবে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর  বিরুদ্ধে কালা প্রতিবাদ জানাতে লখিমপুরের খেরিতে  জড়ো হয়েছিলেন কৃষকরা। মহারাজ অগ্রসেন হেলিপ্যাডে উপমুখ্যমন্ত্রী নামতে গেলে প্রতিবাদী  কৃষকরা বাধা দেয় বলে অভিযোগ।