তুষারে ঢাকল সউদির পাহাড়ি অঞ্চল তাবুক , ভিড় পর্যটকদের
ইমামা খাতুন
- আপডেট :
২৮ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 23

, পুবের কলম ওয়েব ডেস্কঃ সউদি আরবের তাবুক প্রদেশের পাহাড়ি এলাকা আল জাবাল এবং আলকান তুষারে ঢাকতে শুরু করেছে। অঞ্চলটি ‘নয়া বছর’ এবং ‘পর্যটক’দের স্বাগত জানাতে প্রস্তুত। তবে সউদির নাগরিকরা আরও তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। সউদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক প্রদেশ।
রাজধানী তাবুক শহর থেকে ২০০ কিলোমিটার দূরে জর্ডান সীমান্তবর্তী পর্বতশ্রেণির মধ্যে অন্যতম একটি পর্বত জাবাল আল-লাওয়াজ। পর্বতটিতে বাদাম গাছ থাকায় এটিকে ওই নামে ডাকা হয়। বাদামকে আরবি ভাষায় ‘লাওয়াজ’ বলা হয়। এখন পর্যটকরা আরও তুষারপাতের জন্য অপেক্ষা করছেন। তুষারপাত বেশি পরিমাণে হলেই তারা সেই পাহাড়ি এলাকায় গিয়ে তাঁবু গাড়বেন।
সউদি ফটোগ্রাফার ফাহাদ আল তারফায়ি তুষারপাতের এই সময়টা উপভোগ করতে ওই এলাকায় গিয়েছিলেন। সেখানে তুষারপাত নিয়ে একটি তথ্যচিত্র বানান তিনি। বলেন, আরও বেশি করে বরফ পড়বে। ট্যুরিস্ট গাইড আহমেদ আল ওমরানি বলেন, তুষারপাত কেবল রবিবার শুরু হয়েছে। এখনও খুব বেশি বরফ পড়া শুরু হয়নি।
তবে তিনি জানান, আলকান অঞ্চল বরফে ঢেকে যেতে শুরু করেছে। উল্লেখ্য, আলকান অঞ্চলে তুষারপাত শুরু হয়েছে এক বছরের বেশি কিছু সময়। এটা সউদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ইউরোপীয়রাও এই অঞ্চলে ভ্রমণ শুরু করেছে। স্থানীয় বাসিন্দা আওয়াল আল আতয়ি বলেন, তাদের এই অঞ্চল আকর্ষণীয় পর্যটন এলাকা। শীতে এখানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামে। মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকেরা এখানে প্রতি বছরই ভিড় করেন।