৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে: বরিস জনসন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 12

পুবের কলম,  ওয়েবডেস্কঃ  ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার ট্যুইটারে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। বরিস জনসন বলেন, ‘ইউক্রেনের চিত্র খুব ভয়াবহ হতে চলেছে। এই সপ্তাহের শেষে আমি অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যাচ্ছি। পশ্চিমা দুনিয়া ঐক্যবদ্ধ। উত্তেজনা প্রশমন এবং সংলাপই সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ।’

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কোনও সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত বলেছেন, রাশিয়া মিথ্যাচার করেছে এবং সেটি অব্যাহত রেখেছে। ফলে দেশটির কথায় ব্রিটেনের বিশ্বাস করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা সেটি শুধু একজনই জানেন এবং তিনি কথা বলছেন না। সেই ব্যক্তি হলেন ভ্লাদিমির পুতিন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ হতে চলেছে: বরিস জনসন

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম,  ওয়েবডেস্কঃ  ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হতে চলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার ট্যুইটারে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। বরিস জনসন বলেন, ‘ইউক্রেনের চিত্র খুব ভয়াবহ হতে চলেছে। এই সপ্তাহের শেষে আমি অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যাচ্ছি। পশ্চিমা দুনিয়া ঐক্যবদ্ধ। উত্তেজনা প্রশমন এবং সংলাপই সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ।’

এদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কোনও সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত বলেছেন, রাশিয়া মিথ্যাচার করেছে এবং সেটি অব্যাহত রেখেছে। ফলে দেশটির কথায় ব্রিটেনের বিশ্বাস করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কিনা সেটি শুধু একজনই জানেন এবং তিনি কথা বলছেন না। সেই ব্যক্তি হলেন ভ্লাদিমির পুতিন।’