৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা চুক্তি হল ইরান-তুরস্কের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার লক্ষ্যে প্রতিবেশী দেশ ইরান এবং তুরস্ক একটি চুক্তি সই করেছে। এই চুক্তিতে দু’পক্ষ কৌশলগত সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ এবং যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও চোরাচালান মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এবং তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সইলু তেহরানে বৈঠক করে একটি সমঝোতা স্মারক বা (এমওইউ) সই করেন। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা নিজেদের আলোচনা এবং চুক্তির বিষয়বস্তু সম্পর্কে জানান।
আহমাদ ওয়াহিদি বলেন, সর্বক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই– আন্তর্জাতিক অপরাধ– অস্ত্র ও মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্ত বিনিময় ও যোগাযোগ।
এ ছাড়া আরও সাধারণ কিছু বিষয় যেমন– আমেরিকা ও জায়নবাদী ইসরাইলের আগ্রাসী ভূমিকা– মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৃষ্ট সমস্যা ও আঞ্চলিক নানা ষড়যন্ত্র। আহমাদ ওয়াহিদি বলেন, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক বিস্তারের জন্য তেহরান ও আঙ্কারা যে প্রত্যয় ব্যক্ত করেছে তাতে সমস্ত ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিরাপত্তা চুক্তি হল ইরান-তুরস্কের

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার লক্ষ্যে প্রতিবেশী দেশ ইরান এবং তুরস্ক একটি চুক্তি সই করেছে। এই চুক্তিতে দু’পক্ষ কৌশলগত সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্বারোপ এবং যৌথভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও চোরাচালান মোকাবিলার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এবং তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সইলু তেহরানে বৈঠক করে একটি সমঝোতা স্মারক বা (এমওইউ) সই করেন। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা নিজেদের আলোচনা এবং চুক্তির বিষয়বস্তু সম্পর্কে জানান।
আহমাদ ওয়াহিদি বলেন, সর্বক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেছেন।

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই– আন্তর্জাতিক অপরাধ– অস্ত্র ও মাদক চোরাচালান এবং আন্তঃসীমান্ত বিনিময় ও যোগাযোগ।
এ ছাড়া আরও সাধারণ কিছু বিষয় যেমন– আমেরিকা ও জায়নবাদী ইসরাইলের আগ্রাসী ভূমিকা– মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৃষ্ট সমস্যা ও আঞ্চলিক নানা ষড়যন্ত্র। আহমাদ ওয়াহিদি বলেন, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক বিস্তারের জন্য তেহরান ও আঙ্কারা যে প্রত্যয় ব্যক্ত করেছে তাতে সমস্ত ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে।