৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিন্দনীয় কাণ্ড পুরুলিয়ার বিজেপি নেতার, নিচে জাতীয় পতাকা রেখে উপরে তুলল দলীয় পতাকা

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে জঙ্গলমহলের দুই জেলায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। পুরুলিয়া বিজেপি নেতার বাড়িতে তেরঙ্গার উপরে উড়ল দলীয় পতাকা। আবার বাঁকুড়ার সংশোধনাগারে উলটো পতাকা তুললেন জেলাশাসক রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার পাড়া ব্লক অন্তর্গত আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। দেখা যায়, তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার উপরে উড়ছে বিজেপির দলীয় পতাকা। সাংবাদিকরা তাঁর বাড়ি পৌঁছলে তড়িঘড়ি দলীয় পতাকা নামিয়ে দেন খগেন। ইতিমধ্যে এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্যর অভিযোগ, “বিজেপি দল ও তাঁর নেতা জাতীয় পতাকার অবমাননা করেছে।

 

মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে উড়ছে জাতীয় পতাকা। আমরা প্রশাসনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।” এই কাণ্ডের পর সাফাই দিয়েছেন খগেন বাউরি। তাঁর কথায়, “হর ঘর তেরঙ্গা অভিযানে নিয়ম মেনে দলীয় পতাকার উপরে জাতীয় পতাকা লাগিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নিচে পড়ে যায়। বাবার বয়স হয়েছে। তিনি ভুলবশত এই কাজটি করেছেন।”

 

অন্যদিকে, বাঁকুড়ার সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটান জেলাশাসক রাধিকা আইয়ার। উলটো পতাকা উত্তোলন করে তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও অজানা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিন্দনীয় কাণ্ড পুরুলিয়ার বিজেপি নেতার, নিচে জাতীয় পতাকা রেখে উপরে তুলল দলীয় পতাকা

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে জঙ্গলমহলের দুই জেলায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ। পুরুলিয়া বিজেপি নেতার বাড়িতে তেরঙ্গার উপরে উড়ল দলীয় পতাকা। আবার বাঁকুড়ার সংশোধনাগারে উলটো পতাকা তুললেন জেলাশাসক রাধিকা আইয়ার। স্বাভাবিকভাবেই দুই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরুলিয়ার পাড়া ব্লক অন্তর্গত আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। দেখা যায়, তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার উপরে উড়ছে বিজেপির দলীয় পতাকা। সাংবাদিকরা তাঁর বাড়ি পৌঁছলে তড়িঘড়ি দলীয় পতাকা নামিয়ে দেন খগেন। ইতিমধ্যে এনিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।পুরুলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটি আচার্যর অভিযোগ, “বিজেপি দল ও তাঁর নেতা জাতীয় পতাকার অবমাননা করেছে।

 

মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে উড়ছে জাতীয় পতাকা। আমরা প্রশাসনকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।” এই কাণ্ডের পর সাফাই দিয়েছেন খগেন বাউরি। তাঁর কথায়, “হর ঘর তেরঙ্গা অভিযানে নিয়ম মেনে দলীয় পতাকার উপরে জাতীয় পতাকা লাগিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা নিচে পড়ে যায়। বাবার বয়স হয়েছে। তিনি ভুলবশত এই কাজটি করেছেন।”

 

অন্যদিকে, বাঁকুড়ার সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিপত্তি ঘটান জেলাশাসক রাধিকা আইয়ার। উলটো পতাকা উত্তোলন করে তিনি। কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনও অজানা।