পুবের কলম, ওয়েবডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর কর্তব্য পথের চারপাশে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। ২৬ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ৭৬ তম প্রজাতন্ত দিবস। এবার দেশের প্রজাতন্ত দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত। ইতিমধ্যে তিনি ভারতে এসে পৌঁছেছেন। যে কারণে নিরাপত্তায় কোনও ফাক রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার।
এদিকে প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্য পথে কেন্দ্রের ট্যাবলোর সঙ্গে কুচকাওয়াজে অংশগ্রহণ করে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পাঠানো ট্যাবলোগুলি। এ বছরও অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট ও বাংলা-সহ বিভিন্ন রাজ্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। এবার ট্যাবলোর থিম হিসাবে নির্বাচন করা হয়েছে ‘ঐতিহ্য ও বিকাশ’কে।