‘প্রকৃত দোষীকে গ্রেফতার করতে হবে’ আনিস খান মৃত্যুতে বক্তব্য ফিরহাদ হাকিমের
- আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
- / 78
পুবের কলম ওয়েবডেস্ক : আনিসের মৃত্যুতে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বিক্ষোভ করে লাভ নেই। প্রকৃত দোষীকে গ্রেফতার করতে হবে। ঘটনাটির তদন্ত করতে হবে।’
ছাত্রনেতা আনিস খানের মৃত্যু সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, পুলিশের পোশাকে কেউ আনিসকে খুন করেছে। এই ঘটনা নিয়ে ফিরহাদ বলেন, ‘এই ঘটনা নৃশংস। কে, কী উদ্দেশ্যে এই কাজ করেছে, তা তদন্ত করে দেখতে হবে। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা কীভাবে পুলিশের পোশাক পেল? এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে। অন্য রাজ্য থেকে এসে কেউ এই খুন করেছে কি না তাও খতিয়ে দেখতে হবে। এই ধরনের ঘটনা সচরাচর উত্তরপ্রদেশে ঘটে থাকে। এটা কলকাতার ট্রেন্ড নয়।’
শুক্রবার রাতে হাওড়ার আমতায় আনিস খান নামে ওই ছাত্রনেতাকে খুনের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, গভীর রাতে পুলিশের পোশাকে বাড়িতে ঢুকে আনিসকে তিন তলার ছাদ থেকে ফেলে দেয় তারা। কিন্তু কেন তারা আনিসকে খুন করল তা নিয়ে কিছু বলতে পারেনি পরিবার। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিস বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছিলেন।হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনা কলকাতার ‘ট্রেন্ড’ নয়। এমন ঘটনা উত্তরপ্রদেশের হয়। শনিবার এই ঘটনা নিয়ে এমনই মন্তব্য করেছিলেন কলকাতার মেয়য় ফিরহাদ হাকিম।
শনিবারই তিনি বলেছিলেন ,‘‘নৃশংস ঘটনা। কে করেছে, কী উদ্দেশ্যে করেছে, তা তদন্ত করে দেখতে হবে। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তরা কী করে পুলিশের পোশাক পেল। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে হচ্ছে। অন্য রাজ্য থেকে এসে কেউ এই খুন করেছে কি না তা খতিয়ে দেখতে হবে। এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশে হয়। এটা কলকাতার ট্রেন্ড নয়। ’’দোষীদের কঠোর শাস্তির দাবি করেন মেয়র ।




















































