‘সমস্যা গুরুত্বপূর্ণ নয়’, অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করল না SSKM

- আপডেট : ৮ অগাস্ট ২০২২, সোমবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করল না এসএসকেএম হাসপাতাল। সোমবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়, নতুন করে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির কোনও জটিলতা নেই। ভর্তি করার মতো গুরুত্বপূর্ণ কোনও শারীরিক সমস্যা নেই। আগে যা ছিল তাই আছে। এদিন সাত সদস্যের একটি মেডিকেল টিম অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করেন।
এসএসকেএম হাসপাতালের তরফে চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার জানান, অনুব্রত মণ্ডলের নতুন করে কোনও শারীরিক সমস্যা তৈরি হয়নি। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করার মতো কিছু নেই।
এদিন কলকাতার চিনার পার্কের বাড়ি থেকে এসএসকেএম হাসপাতালে আসেন অনুব্রত মণ্ডল। ফিসচুলা, কাশি, ঘাড়ে ও মাথায় ব্যথা নিয়ে হাসপাতালে আসেন।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে আজ হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল, রুটিন চেক আপে এলেন SSKM হাসপাতালে
অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষায় সাত সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয়। অনুব্রত’র হৃদযন্ত্রের পরীক্ষায় ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। এসএসকেএম হাসপাতালে পরীক্ষার জন্য ইকো কার্ডিওগ্রাম মেশিন আনা হয়। তবে তার হৃদযন্ত্রের কোনও সমস্যা না ধরা পড়ায় ইকো কার্ডিওগ্রাম পরীক্ষা হয়নি। সার্জারি ও এন্ডোক্রোনোলজি বিভাগের চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করেন। তবে হাসপাতাল সূত্রে জানিয়ে দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। এদিন তাকে ২১৬ নম্বর কেবিনে রাখ হয়। অনুব্রত মণ্ডলকে ওই কেবিনে রেখেই তার শারীরিক পরীক্ষা করা হয়। সেই কারণে আজ এই কেবিনে কোনও রোগী ভর্তি করতে বারণ করা হয়েছিল।