পুবের কলম ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রীসভার সতীর্থদের নিয়ে বুধবার সন্ধ্যায় সংসদের বালযোগী অডিটোরিয়ামে দূরদর্শন দ্বারা নির্মিত সিরিয়াল “স্বরাজ” এর বিশেষ স্ক্রিনিং দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সন্ধ্যায় সংসদে স্বরাজের স্ক্রিনিংয়ে আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিবপ্পা নায়ক এবং অন্যটি রানি আব্বাক্কা কে নিয়ে প্রথম দুটি পর্বের স্ক্রিনিং হয় বালযোগী অডিটোরিয়ামে।
PM Modi to watch special screening of serial "Swaraj"
Read @ANI Story | https://t.co/9gPstvSzYa
#PMModi #Swaraj pic.twitter.com/DN3ngh3g8k— ANI Digital (@ani_digital) August 17, 2022
শিবপ্পাকে একজন দক্ষ প্রশাসক এবং সৈনিক হিসাবে স্মরণ করা হয়। তিনি ১৬৪৫ সালে সিংহাসনে আরোহণ করেন। এই সময়ে, ভেলোর থেকে শাসনকারী বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক, শ্রীরঙ্গ রায় তৃতীয় বিজাপুর সাম্রাজ্যের কাছে পরাজিত হন এবং শিবপ্পার কাছে আশ্রয় প্রার্থনা করেন। পর্তুগিজদের ক্রমবর্ধমান হুমকিকে ১৬৫৩ সালের মধ্যে নির্মূল করে দেওয়া হয়। ম্যাঙ্গালোর, কুন্দাপুরা এবং হোন্নাভার বন্দর এবং কেলাদি নিয়ন্ত্রণে আসে।
কন্নড় উপকূল জয় করার পর, তিনি আধুনিক কেরালার কাসারগোদ্রেজে নেমে যান এবং নীলেশ্বরে বিজয়ের পতাকা ওড়ান। চন্দ্রগিরি, বেকাল, আদকা ফোর্ট, অরিক্কাডি এবং ম্যাঙ্গালোরের দুর্গগুলি শিবপ্পা নায়ক দ্বারা নির্মিত হয়েছিল। রানী আব্বাক্কাও ছিলেন একজন মহিয়সী বীর নারী। বিজয়নগর সাম্রাজ্যের অধীনে উল্লালের (উদুপির কাছে) যখন পর্তুগিজরা বিজয়নগর আক্রমণ করে, তখন সাম্রাজ্য ধ্বংস হয়ে গেলেও, রানী আব্বাক্কা পরাজয় স্বীকার করেননি। যদিও তার স্বামী পর্তুগিজ শিবিরে যোগ দিয়েছিলেন।কিন্তু রানী পর্তুগিজদের বশ্যতা স্বীকার করেননি। ৭৫ পর্বের স্বরাজ ভারতের গৌরবময় ইতিহাসের কথা বলে। এটি প্রতি রবিবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারিত হচ্ছে। ১৪ অগস্ট থেকে দূরদর্শন ন্যাশনাল-এ। সিরিয়ালটি নয়টি আঞ্চলিক ভাষায় ডাবিং করা হয়েছে। — তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম, মারাঠি, গুজরাটি, ওড়িয়া, বাংলা এবং অসমীয়া এবং ইংরেজিতে।